জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (অফিস সহকারী কম্পিউটার অপারেটর) - ৩০.০৯.২০২৩ (70 টি প্রশ্ন )
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২ বার 
চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২/৬০ বার
চাকাটি ৫ সেকেন্ডে ঘুরে = (১২ × ৫)/৬০ বার
                              = ১ বার
অর্থাৎ চাকার বৃত্তের ব্যাস। 
তাই চাকার পরিধির সমান ঘুরবে ১ বারে যা হবে ৩৬০° 

∴ চাকাটি ৩৬০° ঘুরবে। 
মনেকরি, 
বিক্রয়মূল্য x টাকা
তাহলে, ক্রয়মূল্য 2x টাকা

ক্ষতি = (2x - x) = x টাকা

এখন,
2x টাকায় ক্ষতি হয় x টাকা
1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
                         = 50 টাকা
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
ত্রিভূজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি|
∴ অপর কোণের মান = (১৮০ - ৯০ - ৫০) = ৪০ ডিগ্রি
   2x + 2/x = 3
বা, 2(x + 1/x) = 3
∴ x + 1/x = 3/2

এখন
x2 + 1/x2 = (x)2 + (1/x)2
              = (x + 1/x)2 - 2.x.1/x
              = (3/2)2 - 2
              = (9/4) - 2
              = (9 - 8)/4
              = 1/4
দেওয়া আছে, 
           x - y = 10 
             xy = 30 

আমরা জানি
x3 - y3 = (x - y)3 + 3xy(x - y)
           = 103 + 3 × 10 × 30
           = 1000 + 900
           = 1900
(√৬৪)
= ৮
= ৫১২ 
ধরি,
সমবাহু ত্রিভুজের  বাহুর দৈর্ঘ্য ক একক 

শর্তমতে,
{(√৩)/৪} × ক = ৪√৩
বা, ক = ১৬ 
∴ ক = ৪ 

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৪ একক
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
                       = π (১০০) 
                       = π ১০০০০ 

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে, 
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
                       = π (৮০) 
                        = π৬৪০০ 
∴ ক্ষেত্রফল কমে = ১০০০০π  - ৬৪০০π 
                      = ৩৬০০π 

১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
                                   = ৩৬

∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা ৩৬ ভাগ কমবে।
ধরি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
 (ক/২) + ৪০ = ৩ক
বা, ৪০ = ৩ক - (ক/২)
বা, ৪০ = (৬ক - ক)/২
বা, ৫ক/২ = ৪০
বা, ৫ক = ৮০
বা, ক = ৮০/৫
∴ ক = ১৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১০ কুইন্টাল = ১০০০ কিলোগ্রাম (১ টন)
১/১০ কুইন্টাল = ১০ কিলোগ্রাম
১/১০০ কুইন্টাল = ১ কিলোগ্রাম
আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
     I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
 ∴  r = ১০%
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২

মনে করি,
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭x ও ২x
৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩

শর্তমতে,
(৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
বা, (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
বা, ২১x + ১৫ = ১৬x + ৪০
বা, ৫x = ২৫
 ∴ x = ৫

পিতার বর্তমান বয়স ৭ x ৫ = ৩৫বছর
পুত্রের বর্তমান বয়স = ২ x ৫ = ১০ বছর।

তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি = (৩৫ + ১০) বছর = ৪৫ বছর
ধরি,
বাগানের দৈর্ঘ্য ক মিটার
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ক বর্গমিটার

১ হেক্টর = ১০০০০ বর্গমিটার 

প্রশ্নমতে, 
= ১০০০০         
বা, ক = √(১০০০০) 
∴ ক = ১০০

∴ বাগানের পরিসীমা ৪ক মিটার
                   = ৪ × ১০০ মিটার
                   = ৪০০ মিটার
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১৩/২৭ = ০.৪৮

২/৩ = ০.৬৬ থেকে বড় হলো ৮/১১ = ০.৭২। 
১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম
৫০ ঘন সেন্টিমিটার পানির ওজন ৫০ গ্রাম
৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন = ৫০×৩.৫ গ্রাম 
= ১৭৫ গ্রাম
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স আর্থিক সহায়তা করে। ফলে ফ্রান্সের রাষ্ট্রীয় কোষাগার অনেকটা শূন্য হয়ে পড়ে।
- তৎকালীন ফ্রান্স ছিল একটি সামন্তবাদী দেশ। তৎকালীন ফরাসী ষোড়শ লুই সামন্তবাদীদের থেকে প্রচুর ঋণ নেয়।
- এক পর্যায়ে সামন্তবাদীরা সম্রাটের কাছে রাজ্যর বিভিন্ন অংশ দাবী করে। রাজা তা দিতে অস্বীকায় করলে সামন্তবাদীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে।
- ধনীদের পক্ষে এ বিপ্লবে নেতৃত্ব দেয় রোবসপিয়ার ।
- ১৪ জুলাই ১৭৮৯ বাস্তিল দূর্গের পতন হয়। এবং লুই সপরিবারে আটক হয়। 
- ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
- এ বিপ্লবের শুরুতে মাত্র ২০ বছর বয়সে যোগদেন নেপোলিয়ন বোনাপার্ট। এজন্য তাঁকে ফরাসী বিপ্লবের শিশু বলা হয়।
- ১৭৯৯ সালে ত্রিশ বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেন।
- এ বিপ্লবে জ্যা জ্যাক রুশো ও ভলতেয়ায়ের লেখনি অনুপ্রেরণা দেয়।
- ফরাসী বিপ্লবের স্লোগান ছিলো ‘সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা'।
- এই বিপ্লব শুরু হয় ১৭৮৯ সালের ১৪ জুলাই
- বিপ্লব-পূর্ববর্তী সমাজ তিনটি গোষ্ঠীতে বিভক্ত ছিল: যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং সাধারণ মানুষ। অভিজাতদের আধিপত্যের এই সমাজ ব্যবস্থা শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণির মধ্যে অসন্তোষের জন্ম দেয়।
গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ও জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। 
- নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
- এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
- পরী বিবি ছিলেন মুগল সুবাহদার শায়েস্তা খানের কন্যা এবং আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহম্মদ আজমের স্ত্রী।
- বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
- ১৬৬৮ সালের ৩ মে, এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহরে পরী বিবির সঙ্গে শাহজাদা আজমের বিয়ে হয়।
- পরী বিবি আজমের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন।
- অহমবুরুঞ্জীতে লিপিবদ্ধ একটি পত্র থেকে তাদের সুখি দাম্পত্য জীবন এবং পরী বিবির রাজনীতিতে বিচক্ষণতার প্রমাণ মেলে।
- ১৬৭৮ সালে শাহজাদা আজম লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, যা শায়েস্তা খান তার দ্বিতীয় দফা সুবাহদারির সময়ে (১৬৭৯-৮৮) চালিয়ে যান।
- ১৬৮৪ সালে পরী বিবির অকাল মৃত্যু হলে শায়েস্তা খান দুর্গ নির্মাণ বন্ধ করে দেন এবং মসজিদের পূর্ব দিকে তার সমাধির উপর একটি সৌধ নির্মাণ করেন। 

সোর্সঃ বাংলাপিডিয়া । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে।
- ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। 
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে থেকে। 
- এ ঐতিহাসিক দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আত্মপ্রকাশ করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ। 
- এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৬ সালে প্রবর্তিত হয় ‘বঙ্গবন্ধু শান্তি পদক’।

- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৯০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।

- পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন।
- এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে।

- পৃথিবীর গভীরতম নদী- কঙ্গো নদী।

- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান।
- এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
বিখ্যাত প্রণালিঃ
• আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী ।
• জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে।
• উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী ।
• বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী ।
• ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী ।
• বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর ।
• যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী ।
• পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে
• হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর ।
• হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে— ইরান ও ওমানের মধ্যে ।
- Back up প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল কপি করা বুঝায়।
- ব্যাক আপ প্রোগ্রাম হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলগুলোর একটি অতিরিক্ত কপি তৈরি করে রাখেন। এর মূল উদ্দেশ্য হলো আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা।

ব্যাক আপ প্রোগ্রামের কাজ হলো:
- নির্ধারিত ফাইল বা ফোল্ডারগুলো চিহ্নিত করা।
- সেই ফাইল বা ফোল্ডারগুলোর একটি হুবহু কপি তৈরি করা।
- সেই কপিগুলোকে একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা।

এটি করার কারণ হলো:
- যদি কোনো কারণে আপনার মূল ফাইলগুলো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি ব্যাক আপ থেকে সেগুলো পুনরুদ্ধার করতে পারবেন।
- যদি আপনি ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেন, তাহলে ব্যাক আপ থেকে সেটি ফিরিয়ে আনতে পারবেন।
- কম্পিউটার ভাইরাস বা হ্যাকারদের আক্রমণ থেকে আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন।

- উদাহরণস্বরূপ, আপনি যদি একজন লেখক হন, তাহলে আপনার লেখাগুলোর নিয়মিত ব্যাক আপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে, যদি কোনো দুর্ঘটনায় আপনার কম্পিউটার নষ্ট হয়ে যায়, তবুও আপনার মূল্যবান লেখাগুলো হারাবেন না।

সুতরাং, ব্যাক আপ প্রোগ্রাম হলো একটি সুরক্ষা ব্যবস্থা যা আপনার ডিজিটাল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
- আধুনিক কম্পিউটার প্রযুক্তির অগ্রগতির পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান - ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি।
- কম্পিউটারের মূল মেমোরি বা প্রাইমারি মেমোরি তৈরি করা হয় একটি বিশেষ পদার্থ দিয়ে, যার নাম সিলিকন
- ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে উপাদানটি, তা হলো সিলিকন।
- কম্পিউটারের চিপ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন নামক মৌলটিকে।
- সিলিকনের বৈশিষ্ট্যগুলো তাকে করেছে অনন্য: এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী, সহজেই পাওয়া যায়, এবং অন্যান্য উপাদানের সাথে সহজেই মিশ্রিত করা যায়।
- এই কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- সঠিক উত্তর হলো গিগাবাইট (GB)।

গিগাবাইট (GB):
- হার্ডডিস্কের স্টোরেজ ক্ষমতা মাপার জন্য সবচেয়ে প্রচলিত একক।
- 1 গিগাবাইট = 1024 মেগাবাইট।
- আধুনিক হার্ডডিস্ক, SSD, এবং অন্যান্য বড় স্টোরেজ ডিভাইসের ক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়।

কিলোবাইট (KB):
- এটি ডেটা পরিমাপের একটি ছোট একক।
- 1 কিলোবাইট = 1024 বাইট।
- সাধারণত ছোট ফাইল বা মেমোরির পরিমাপ করতে ব্যবহৃত হয়।

মেগাবাইট (MB):
- কিলোবাইটের চেয়ে বড় একক।
- 1 মেগাবাইট = 1024 কিলোবাইট।
- মাঝারি আকারের ফাইল, প্রোগ্রাম বা RAM এর পরিমাপ করতে ব্যবহৃত হয়।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদরদপ্তরঃ
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন(ECE),
- আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO),
- বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO),
- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO),
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),
- বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO),
- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন(UNHCR),
- UNCTAD,
- ইন্টার- পার্লামেন্টারি ইউনিয়ন(IPU),
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF),
- বিশ্ব হার্ট ফাউন্ডেশন(WHF), প্রভৃতি।

- 'সবুজ ছাতা' হল পারিবারিক স্বাস্থ্যসেবার একটি প্রতীক।
- এটি বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি উদ্যোগ যা পারিবারিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়।

- এই প্রতীকটি সাধারণত গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দেখা যায়।
- সবুজ রঙটি স্বাস্থ্য, প্রাণশক্তি এবং নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
- ছাতার প্রতীকটি সুরক্ষা এবং আশ্রয়ের ধারণাকে প্রতিনিধিত্ব করে।

- 'সবুজ ছাতা' কর্মসূচির অধীনে, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, টিকাদান এবং অন্যান্য মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।
- এরপর ১৭ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
- মুজিবনগর সরকারের ১২টি  মন্ত্রণালয় ছিল । 

যথাঃ
- প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
- রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0