Solution
Correct Answer: Option C
-শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া।
-এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।
-রক্তের লোহিত কণিকা অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌছে দেয়,সেখানে গ্লুকোজ এরসাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি করে এবং এই তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস।
- ঘন পাতাবিশিষ্ট গাছের নিচে রাতে ঘুমানোর স্বাস্থ্যসম্মত নয়, কারণ এতে শ্বসনের ফলে অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।
- শ্বসন সকল সজীব কোষে ঘটে থাকে।
- মাইট্রোকন্ডিয়া কোষের শ্বসন অঙ্গানু। জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ।
- শ্বসনের জন্য পরিমিত তাপমাত্রা হলো ২০° সেলসিয়াস থেকে ৪৫° সেলসিয়াস।