Solution
Correct Answer: Option D
-রোমান্টিক যুগের বিদ্রোহী কবি Percy Bysshe Shelley এর একটি বিখ্যাত Sonnet হল -Ozymandias.
-কবিতাটিতে Shelly জীবনের আসল অর্থ উন্মোচন করেছেন ।এই ক্ষণস্থায়ী পৃথিবীর সকল কিছু হোক তা মহান বা ক্ষুদ্র ,হোক কোন মহান রাজা কিংবা ক্ষুদ্র প্রজা একদিন সবই বিস্মৃতির অতল গহব্বরে হারিয়ে যাবে ।এই সত্যটাই তিনি Ozymandias কবিতায় ব্যক্তি করেছেন ।।