'আজাদ হিন্দ ফৌজ 'এর সর্বাধিনায়ক কে ছিলেন ?
A মহাত্মা গান্ধী
B নেতাজী সুভাষ চন্দ্র বসু
C জওহর লাল নেহেরু
D সর্দার বল্লভ ভাই পাটেল
Solution
Correct Answer: Option B
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সমর্থনকারী সুভাষচন্দ্র বসু ও রাসবিহারী বসুর মতো সংগ্রামী নেতার প্রচেষ্টায় ১৯৪২ সালে 'আজাদ হিন্দ ফৌজ ' নামে ভারতীয় স্বাধীনকামী সামরিক বাহিনী গড়ে ওঠে .২১ অক্টোবর ,১৯৪৩ সালে নেতাজী সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নিযুক্ত হন ।