বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বাণিজ্যিক কর্মকর্তা) - ১০.১২.২০২১ (69 টি প্রশ্ন )
'Goggle's Language Translator' একধরণের বহুভাষিক যান্ত্রিক অনুবাদব্যবস্থা । মেশিন লার্নিংয়ের জন্য বা এক ভাষা থেকে অন্য ভাষায় টেক্সট অনুবাদের জন্য 'Goggle's Language Translator' বর্তমানে বেশ জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন
UNIX কোনো computer language নয় বরং এটি একটি Operating System সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে ইউনিক্স পরিচিত । ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কিন টমসন এবং Dennis Ritchie প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।

কিছু গুরুত্তপুর্ণ অপারেটিং সিস্টেমের নামঃ
- Microsoft Windows
- macOS
- Linux (Ubuntu, Fedora, CentOS, Debian, etc.)
- Android
- iOS
- Chrome OS
- Unix
- IBM's z/OS
- FreeBSD
- Solaris

-HTML: হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ।
-এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
-প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। 
-১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন।
-১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন ।
Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশঃ Data processing এর সময় সিপিইউ যে সমস্ত instruction execute করে তা সম্পন্ন হয় এই Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশ এর মধ্যে। যখন control unit কোনরকম instruction এর সম্মুখীন হয় যার মধ্যে অ্যারিথমেটিক অপারেশন (arithmetic operation) (যেমন add, subtraction, multiply, divide) অথবা লজিক্যাল অপারেশন ( logic operation) ( যেমন less than, grater than) সম্পন্ন করার প্রয়োজন আছে, তখন কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট এর কাছে control transfer করে দেয় ।
১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে । এ সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায় । যথাঃ 

০১. প্রথম প্রজন্ম বা ফাস্ট জেনাররেশন ভাষা ( ১৯৪৫ ): মেশিন ভাষা ( Machine Language ) 

০২. দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা ( ১৯৫০ ) : অ্যাসেম্বলি ভাষা ( Assembly Language )

০৩. তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা ( ১৯৬০ ) : উচ্চতর বা হাই লেভেল ভাষা ( high level ) 

০৪. চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা ( ১৯৭০ ) : অতি উচ্চতর ভাষা ( very High level ) 

০৫. পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা ( ১৯৮০ ) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা ( natural )

মেশিন ভাষা অ অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেল ভাষা বলে । এ দুটি ভাষাকে লো লেভেল ভাষা বলার কারণ হল এগুলো কম্পিউটারের ভাষা ( ০ থেকে ১ ) কিংবা এর কাছাকাছি । অন্যদিকে উচ্চতর বা হাই লেভেলের ভাষা মানুষের ভাষা যেমন ইংরেজির কাছাকাছি ।
গোগল্যান্ড দ্বীপ, যা গোগল্যান্ড বা সুরসারি নামেও পরিচিত, ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত ফিনল্যান্ডের পূর্ব উপসাগরের একটি দ্বীপ। দ্বীপটি বর্তমানে লেনিনগ্রাদ ওব্লাস্টের অংশ হিসাবে রাশিয়া দ্বারা পরিচালিত হয়, তবে এর সার্বভৌমত্ব ফিনল্যান্ড দ্বারা বিতর্কিত, যা ঐতিহাসিক এবং চুক্তি-ভিত্তিক ভিত্তির ভিত্তিতে মালিকানা দাবি করে। দ্বীপটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এটি বিভিন্ন সময়ে সুইডেন, রাশিয়া এবং ফিনল্যান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে।


- Sudoku Puzzle খেলা আবিষ্কৃত হয় ১৯৮৪ সালে।
-এটি আবিষ্কার করেন 'ম্যাকি কাঝি'
-তিনি ছিলেন জাপানের নিকোলী কোম্পানির সভাপতি
-'সুডোকু' শব্দেটি জাপানি শব্দ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মোজাভ মরুভূমি উত্তর আমেরিকার সবচেয়ে শুধ মরুভূমি। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার মধ্যে অবস্থিত। এর আয়তন ৪৭৮৭৭ বর্গ মাইল।
প্রশান্ত মহাসাগরের সাথে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের (আলাস্কা, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই) সীমানা আছে।
এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে চীনের। দেশটিতে বর্তমানে ৫১টি কেন্দ্র চালু আছে। আর ১৮টি নির্মাণাধীন।
অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও জি মতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার দায়ে মিয়ানমার ভিত্তিক ‘ফ্রন্টিয়ার মিয়ানমার' নামের সংবাদ মাধ্যমের সাংবাদিক মার্কিন নাগরিক ড্যানি ফেনস্টারকে মিয়ানমারের সামরিক আদালত ১১ বছরের কারাদন্ড দেয়। তবে এ রায়ের তিনদিনের মাথায় ২০ নভেম্বর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের চাপে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
অষ্টম আইসিসি টি২০ বিশ্বকাপ-২০২২ অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে।
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে বাবর আজম (পাকিস্তান)। তিনি ৬ ম্যাচে
হাইতি পশ্চিম গোলার্ধে ক্যারিবীয় অঞ্চলের হিস্পানিওলা দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্র। এর সরকারি নাম রিপাবলিক অব হাইতি এবং রাজধানী পোর্ট অব প্রিন্স। ৫ ডিসেম্বর, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস এখানে অবতরণ করেন এবং এটিকে স্পেনের ভূ-খন্ড দাবি করে নাম দেন হিস্পানিওলা। ১৯৬৭ সালে রাইসওইক চুক্তির মাধ্যমে স্পেন তার অধিকৃত হিস্পানিওলার পশ্চিমের কিছু অংশ ফ্রান্সের কাছে দিয়ে দেয়। পরবর্তীতে ফ্রান্স এর নাম দেন সেন্ট ডোমিনিক। আর হিস্পানিওলার বাকি অংশ স্পেনের নিয়ন্ত্রণে থেকে যায়। যার বর্তমান নাম ডোমিনিকান রিপাবলিক। ১৮০৪ সালে ফ্রান্সের নিকট থেকে সেন্ট ডোমিনিক স্বাধীনতা লাভ করে হাইতি নামকরণ করে।
বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো সম্মিলিতভাবে ১৯৯৯ সালে G-২০ গঠন করে। এর সদস্য সংখ্যা ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। ৩০-৩১ অক্টোবর, ২০২১ সালে সংস্থাটির ১৬তম শীর্ষ সম্মেলন ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে, ঐতিহ্যগতভাবে প্রথম স্পিকার হলেন ব্রাজিলের প্রতিনিধি, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। এই ঐতিহ্য ১৯৫৫ সালে শুরু হয়েছিল, যখন ব্রাজিলের প্রতিনিধি, অসভালদো আরানহা, সাধারণ পরিষদের ১০ তম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জাতিসংঘ সদর দফতরের আয়োজক দেশ হিসাবে দ্বিতীয় বক্তব্য রাখেন। তারপর থেকে, এই কথা বলার ক্রম একটি প্রথাগত অভ্যাস হয়ে উঠেছে এবং অন্যান্য দেশগুলি তাদের দেশের ইংরেজি ভাষার নামের উপর ভিত্তি করে বর্ণানুক্রমিক ক্রম অনুসরণ করে। যাইহোক, এই অভ্যাসটি জাতিসংঘের কোন নিয়ম বা রেজুলেশনে আনুষ্ঠানিক নয় এবং সদস্য রাষ্ট্রগুলি এটি করতে সম্মত হলে এটি পরিবর্তন করা যেতে পারে।
ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মালাউই পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানী লিলংগো।
আয়তকার ক্ষেত্রের প্রস্থ = x
দৈর্ঘ্য = 2x
ক্ষেত্রফল = 2x x x = 2x2

প্রশ্নমতে, 2 (2x + x) = 60
2 x 3x = 60
x = 10
.: ক্ষেত্রফল = 2 × 10
= 2 x 100
= 200 বর্গ মিটার
মনে করি,
আয়তক্ষেত্রটির প্রস্থ = 20 মিটার
 "                       দৈর্ঘ্য =680/20 মিটার
                                  =34 মিটার

.: প্রস্থের একপাশের 20 মিটারকে ফাঁকা রেখে আয়তকার মাঠের অবশিষ্ট 3 পাশের মোট পরিসীমা = 34+20+ 34 = 88 মিটার
.: মাঠে ৪৪ মিটার বেড়া প্রয়োজন।


৩য় কোণ = 180° - (90° + 309
= 180° - 120° = 60°
মনে করি ,
প্রতি কেজি x টাকা দরে বিক্রয় করা হয় ।

80⨯40+40⨯50=x(80⨯40)⨯100/110
বা,3200+2000=(x⨯120⨯100)/110
বা,32+20= (x⨯12)/11
বা,53 =(x⨯12)/11
বা,(52⨯11)/12=x
বা,47.67 =x
বা, x =47.7 (প্রায় )
মনেকরি,
ওভারটাইম = x ঘণ্টা
প্রশ্নমতে, 30 × 40 + 60 x x = 1680
⇒ 1200 + 60x = 1680
⇒ 60x = 480
⇒ x = 8
মনেকরি,
B এর বর্তমান বয়স = x বছর
A     "        "         "= x + 9 "

আবার,
10 বছর পরে A এর বয়স হবে = x + 9 + 10
                                             = (x + 19)
প্রশ্নমতে,
x + 19 = 2 (x-10)
⇒ x + 19 = 2x - 20
⇒ x - 2x = -20-19
⇒x=-39
⇒x=39
ধরি, নৌকার প্রকৃত বেগ ( স্থির পানিতে ) = u  

        স্রোতের বেগ = v 
শর্তমতে,  u + v = 8 ...........(i) 
             u-v = 2 ..........(ii) 
          (-)  (+)   (-) 

(i) - (ii) করি, 2v = 8 -2 

=> v = 8 - 2/2 = 3 km/hr 

∴ স্রোতের বেগ = 3 km/hr 

লক্ষ করুনঃ 
এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিকল্প সূত্র, 
স্রোতের বেগ = অনুকূলের বেগ - প্রতিকূলের বেগ/2 
= a-b/2 
= 8-2/2 
= 6/2 
= 3 

মনে করি ,
পুত্রের বয়স =x বছর
 পিতার বয়স =3x বছর

প্রশ্নমতে,
x + x = 120
4x = 120
x = 30
.: পিতার বয়স = 3 x 30 = 90 বছর।
এখানে,
      15 জন ছাত্রের মোট নম্বর = 15 × 10 = 150
এবং10 "          "         "      "  = 10 × 15 = 150
________________________________________________
       25 জন ছাত্রের মোট নম্বর= 300

: গড় নম্বর =300/25= 12

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মোট ছাত্র-ছাত্রী = 8+1+37
                   = 9+37
                   = 46
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0