Solution
Correct Answer: Option D
হাইতি পশ্চিম গোলার্ধে ক্যারিবীয় অঞ্চলের
হিস্পানিওলা দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্র। এর সরকারি নাম
রিপাবলিক অব হাইতি এবং রাজধানী পোর্ট অব প্রিন্স। ৫
ডিসেম্বর, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস এখানে
অবতরণ করেন এবং এটিকে স্পেনের ভূ-খন্ড দাবি করে নাম
দেন হিস্পানিওলা। ১৯৬৭ সালে রাইসওইক চুক্তির মাধ্যমে
স্পেন তার অধিকৃত হিস্পানিওলার পশ্চিমের কিছু অংশ
ফ্রান্সের কাছে দিয়ে দেয়। পরবর্তীতে ফ্রান্স এর নাম দেন
সেন্ট ডোমিনিক। আর হিস্পানিওলার বাকি অংশ স্পেনের
নিয়ন্ত্রণে থেকে যায়। যার বর্তমান নাম ডোমিনিকান
রিপাবলিক। ১৮০৪ সালে ফ্রান্সের নিকট থেকে সেন্ট
ডোমিনিক স্বাধীনতা লাভ করে হাইতি নামকরণ করে।