বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সহকারী প্রশাসনিক কর্মকর্তা) - ২৭.০৬.২০২৫ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। 
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।

⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- UNFCCC প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে এবং এর সদর দপ্তর বন, জার্মানি।
- ১৯৯৫ সাল থেকে UNFCCC নিয়মিতভাবে COP সম্মেলন আয়োজন করে আসছে, যার মূল লক্ষ্য হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
- ২০২৩ সালের COP28 সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে COP29 সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানে।

- ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-30 আয়োজক দেশ হবে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহর
- এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের নভেম্বর ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত।
- এটি প্রথমবারের মত আমাজন বনাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্ব জলবায়ু নীতি ও পরিবর্তন মোকাবিলায় নানা উচ্চাকাঙ্ক্ষী আলোচনার পরিকল্পনা রয়েছে।
- বেলেম শহরের নির্বাচন জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে এবং ব্রাজিল সরকার এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেছে।
- সম্মেলনের মূল ফোকাস গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনসহ জলবায়ু ন্যায়বিচার এবং আনুষঙ্গিক বিষয়সমূহ।
i
ব্যাখ্যা (Explanation):
বাণিজ্য উত্তেজনার প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংক
- ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।
- সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৩ শতাংশ হবে
- ১০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপ্রেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে বলা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় ‘প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে।

⇒ বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে তাদের মাত্র ছয় মাস আগের পূর্বাভাসের তুলনায় বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে।
- সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।
- বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও জানিয়েছে, চলতি ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে, যা ২০০৮ সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল।
- আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০-এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
- ভূমধ্যসাগর (Mediterranean Sea) হলো একটি অভ্যন্তরীণ সমুদ্র যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে সংযুক্ত করেছে।
- এর তীরে অনেক দেশ অবস্থিত, যেমন— আলবেনিয়া, তিউনিশিয়া, মিশর, ইতালি, গ্রিস, তুরস্ক ইত্যাদি।
- কিন্তু পর্তুগাল ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এর উপকূল রয়েছে আটলান্টিক মহাসাগরের তীরে, ভূমধ্যসাগরের তীরে নয়।
i
ব্যাখ্যা (Explanation):
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- অলিম্পিক গেমস-এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

২০২৪ সালের ২৬ জুলাই - ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- এ বছর ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
i
ব্যাখ্যা (Explanation):
• Gemini:
- Gemini নামক এআই মডেলটি তৈরি করেছে Google.
- এটি Google-এর গবেষণা প্রতিষ্ঠান DeepMind দ্বারা উন্নীত একটি শক্তিশালী জেনারেটিভ এআই মডেল, যা মূলত ভাষা, চিত্র, কোড এবং অন্যান্য তথ্য প্রক্রিয়াকরণের জন্য ডিজাইন করা হয়েছে। 
- ২০২৩ সালে Google প্রথম এই মডেলটি প্রকাশ করে Bard-এর উত্তরসূরি হিসেবে।
- এটি OpenAI-এর GPT এবং Anthropic-এর Claude-এর মতো প্রতিযোগী মডেল হিসেবে কাজ করছে। 
- Gemini মডেল উন্নত সংলাপ, বিশ্লেষণ, এবং মাল্টিমোডাল তথ্য প্রক্রিয়ায় দক্ষ। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও Gemini অফিসিয়াল ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
• কবি কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন।
- প্রথমবার আসেন ১৯২৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়।
- ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে 'ডি. লিট' উপাধি বা সম্মাননা প্রদান করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
i
ব্যাখ্যা (Explanation):
ZIP Code:
- 'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP'-এর পূর্ণরূপ: Zone Improvement Plan.

⇒ জিপ কোড (ZIP Code) হল মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস (USPS) দ্বারা ব্যবহৃত একটি পোস্টাল কোড সিস্টেম।
- এটি মূলত ১৯৬৩ সালে চালু করা হয়।
- ১৯৮৩ সালে নয়-অঙ্কের কোড চালু হয়, যেখানে ৫টি সংখ্যার পর হাইফেন ও আরও ৪টি সংখ্যা যুক্ত হয়।
- জিপ কোডটি নয় অঙ্কের (digit) হলে, প্রথম পাঁচটি অঙ্ক (digit) দিয়ে রাজ্য (state) এবং ডাক অঞ্চল (postal zone) বা ডাকঘর (post office) কে নির্দেশ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশে জিপ কোডের পরিবর্তে পোস্টাল কোড ব্যবহৃত হয়, যা ৪ সংখ্যার, এবং প্রতিটি পোস্ট অফিসের জন্য নির্দিষ্ট একটি কোড থাকে।

উৎস: Britannica.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস:
- ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour) পালিত হয়।

উল্লেখ্য,
- শিশুর অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২০০২ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করে আসছে।
- ১৯৮৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদে মতামত রাখা হয়েছিল, ১৮ বছর হবে শিশুর সর্বোচ্চ সময়কাল। 
- দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।
i
ব্যাখ্যা (Explanation):
বিসিআইসি ১৯৭৬ সালে গঠিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- ১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পেোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।
- সংস্থার চেয়ারম্যান এবং বোর্ড অব ডিরেক্টর্স এর পরিচালকবৃন্দ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত।
- কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত একজন চেয়ারম্যান ও ৫ জন পরিচালক এর সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব ডিরেক্টরর্স এর মাধ্যমে পরিচালিত হয়।

⇒ উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত ৮৮টি প্রতিষ্ঠান নিয়ে সংস্থার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে ৬টি নতুন কারখানা সংস্থা কর্তৃক স্থাপিত হয় এবং ৩টি কারখানা অন্য সংস্থা হতে বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীনে ন্যাস্ত হয়।
- সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতিমালার আওতায় ২০০২ সাল হতে ৮টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ আছে।

উৎস: BCIC ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ চলমান কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: BCIC ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
ইরান ও ইসরায়েল-এর মধ্যে চলমান যুদ্ধ':
- ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
- এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ সেইদিনেই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করে। 

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইসরাইল ইরানের তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালায় তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘হৃদয়’-এ আঘাত হানা।
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’। এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.
i
ব্যাখ্যা (Explanation):
- অগ্ন্যাশয় (Pancreas) হলো মানবদেহের একটি মিশ্র গ্রন্থি, যা একই সঙ্গে অন্তঃস্রাবী (endocrine) ও বহিঃস্রাবী (exocrine) কাজ করে।
- অন্তঃস্রাবী অংশে অবস্থিত থাকে ল্যাঙ্গারহ্যান্স দ্বীপ (Islets of Langerhans) নামের বিশেষ কোষসমূহ।

এই কোষগুলোর মধ্যে —
- বিটা (β) কোষ ইনসুলিন (Insulin) নিঃসরণ করে,
- আলফা (α) কোষ গ্লুকাগন (Glucagon) নিঃসরণ করে।

ইনসুলিনের কাজ:
- ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
- এটি গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে ও অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে।

ইনসুলিনের অভাবে:
- যদি ইনসুলিনের অভাব ঘটে, তবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়
- এবং ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus) রোগ দেখা দেয়।
i
ব্যাখ্যা (Explanation):
- মঙ্গলগ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কি.মি.। এর ব্যাস ৬, ৭৮৭ কি.মি.।
- সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):

- Microsoft Excel-এ SUBTRACT নামে কোনো ফাংশন নেই।
- সংখ্যা বিয়োগ করার জন্য এক্সেলে সরাসরি “–” (মাইনাস) চিহ্ন ব্যবহার করা হয়।

উদাহরণস্বরূপ —
=A1 - B1
এটি সেল A1-এর মান থেকে B1-এর মান বিয়োগ করবে।

অন্যদিকে —

  • COUNTA: কোনো রেঞ্জে কতগুলো সেল ফাঁকা নয় (ডেটা আছে) তা গণনা করে।

  • INDEX: একটি নির্দিষ্ট অবস্থান থেকে মান বের করে।

  • MATCH: একটি নির্দিষ্ট মানের অবস্থান খুঁজে বের করে।

সুতরাং, SUBTRACT এক্সেলের কোনো বৈধ ফাংশন নয়, তাই সঠিক উত্তর SUBTRACT

i
ব্যাখ্যা (Explanation):
৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র। এই বিমানটি তৈরি করে মার্কিন সংস্থা বোয়িং কোম্পানি।

৭৮৭ ড্রিমলাইনার প্লেন:
- ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র।
- বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার, জ্বালানী-সাশ্রয়ী বাণিজ্যিক জেট বিমান যা বোয়িং কম্পানি দ্বারা নির্মিত হয়েছে।
- এটি মূলত যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা একটি ওয়াইড-বডি (wide-body) বিমান।
- এটি যাত্রীবাহী জেট হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানগুলির মধ্যে একটি।

উল্লেখ্য,
- ধরন: যাত্রীবাহী জেট (wide-body airliner)। 
- পরিবহন ক্ষমতা: ২৪৮ থেকে ৩৩৬ জন যাত্রী (মডেল অনুযায়ী)। 
- পরিসীমা (Range): প্রায় ১৪,০১০ কিমি (৭,৫৬৫ মাইল)।
- ইঞ্জিন: দুটি উন্নত টার্বোফ্যান ইঞ্জিন।
- বিস্তার: ৬০ মিটার (১৯৭ ফুট)। 
- উচ্চতা: ১৭ মিটার (৫৬ ফুট)। 
- মডেলসমূহ:
• ৭৮৭-৮: প্রাথমিক ও ছোট সংস্করণ
• ৭৮৭-৯: দীর্ঘতর সংস্করণ
• ৭৮৭-১০: বৃহত্তম সংস্করণ (সবচেয়ে বেশি যাত্রী বহনের ক্ষমতা)

উৎস: The Boeing Company. 
i
ব্যাখ্যা (Explanation):
অরেঞ্জ বিপ্লব (Orange Revolution):
- 'অরেঞ্জ রেভুলেশন' ইউক্রেনের সাথে সম্পৃক্ত।

⇒ অরেঞ্জ বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালের শেষের দিকে এবং ২০০৫ সালের শুরুতে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযােগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।
- মূল দাবি: ভোট পুনঃগণনা, নতুন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতার প্রতি সম্মান প্রদর্শন।
- এই আন্দোলনের ফলে ভিক্টর ইউশ্চেঙ্কো (Yushchenko) প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: Britannica.
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

উল্লেখ্য,
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

অন্যদিকে,
- প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা।

উৎস: ICC ওয়েবসাইট। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
- বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
- আদিলুর রহমান খান: ১. শিল্প মন্ত্রণালয়, ২. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অন্যদিকে,
- ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 
- শেখ বশিরউদ্দীন: ১. বাণিজ্য মন্ত্রণালয় ২. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ৩. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 
- ব্রিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন: ১. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয় ওয়েবসাইট।
i
ব্যাখ্যা (Explanation):
আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ক ফুট
আয়তাকার বাক্সের প্রস্থ  = খ  ফুট
আয়তাকার বাক্সের উচ্চতা = গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = কখগ ঘনফুট

প্রশ্নমতে
কখগ = ১২ ঘন ফুট

নতুন আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ২ক ফুট
নতুন আয়তাকার বাক্সের প্রস্থ  = ২খ  ফুট
নতুন আয়তাকার বাক্সের উচ্চতা = ২গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = ২ক × ২খ × ২গ ঘনফুট
= ৮ × কখগ ঘনফুট
= ৮ × ১২ ঘনফুট
= ৯৬ ঘনফুট
i
ব্যাখ্যা (Explanation):
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ১ = ৫
৩য় পদ = ৫ + ২ = ৭
৪র্থ পদ = ৭ + ৪ = ১১
৫ম পদ = ১১ + ৮ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ +১৬ = ৩৫
৭ম পদ = ৩৫ + ৩২ = ৬৭
i
ব্যাখ্যা (Explanation):
ক নল ১ মিনিটে পূর্ণ করে ১/২৪​ অংশ 
খ নল ১ মিনিটে পূর্ণ করে ১/৩২​ অংশ

∴ দুটি নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (১/২৪) + (১/৩২) = (৪ + ৩)/৯৬ = ৭/৯৬ অংশ

ধরি, খ নলটি t মিনিট চালু রাখা হয়।

প্রশ্নমতে,
⇒ t(৭/৯৬) + (১৮ - t)/২৪ = ১
⇒ (৭t + ৭২ - ৪t)/৯৬ = ১
⇒ ৩t + ৭২ = ৯৬
⇒ ৩t = ৯৬ - ৭২
⇒ ৩t = ২৪
∴ t = ৮ মিনিট

সুতরাং, খ নলটি ৮ মিনিট পর বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়।
i
ব্যাখ্যা (Explanation):
মোট লাঞ্চ প্যাকেট সংখ্যা = ১৫০ টি
প্রতি প্যাকেট খরচ = ৭৫ টাকা
∴ মোট  খরচ = ১৫০ × ৭৫ = ১১২৫০ টাকা

এখন,
মোট প্যাকেট সংখ্যা = ১৫০
২/৩ অংশ প্যাকেট = (২/৩) × ১৫০ = ১০০ টি প্যাকেট
∴ বাকি প্যাকেট = ১৫০ - ১০০ = ৫০ টি প্যাকেট

∴ ১০০ প্যাকেটের বিক্রয়মূল্য = ১০০ × ১৫০ = ১৫০০০ টাকা
এবং ৫০ প্যাকেটের বিক্রয়মূল্য = ৫০ × ২০০ = ১০০০০ টাকা

∴ মোট বিক্রয়মূল্য = ১৫০০০ + ১০০০০ = ২৫০০০ টাকা

∴ লাভ = ২৫০০০ - ১১২৫০ = ১৩৭৫০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
স্রোতের অনুকূলে দূরত্ব,
১ মিনিটে যায় = ৪০ মিটার
∴ ১৫ মিনিটে যায় = ৪০ × ১৫ = ৬০০ মিটার

গন্তব্য থেকে ফেরার দূরত্ব = অনুকূলে যাওয়ার দূরত্বের সমান
∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = ৬০০/৫০ = ১২ মিটার/মিনিট

সুতরাং,
স্রোতের অনুকূলে গতিবেগ, x + y = ৪০ ....(১)
স্রোতের প্রতিকূলে গতিবেগ, x - y = ১২ ....(২)

এখন, (১) - (২) করে পাই,
⇒ x + y - x + y = ৪০ - ১২
⇒ ২y = ২৮
∴ y = ১৪

∴ স্রোতের গতিবেগ ১৪ মিটার/মিনিট।
i
ব্যাখ্যা (Explanation):
এটি একটি সমান্তর ধারা,
প্রথম পদ, a = ২৩
সাধারণ অন্তর, d = ২৫ - ২৩ = ২

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ = a ​+(n - 1)d

প্রশ্নমতে,
⇒ a ​+(n - 1)d = ৪৫
⇒ ২৩ + (n - ১) × ২ = ৪৫
⇒ ২(n - ১) = ৪৫ - ২৩
⇒ n - ১ = ২২/২
⇒ n - ১ = ১১
∴ n = ১২

∴ ধারাটির সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১২/২){২ × ২৩ + (১২ - ১)২}
= ৬ × (৪৬ + ২২)
= ৬ × ৬৮
= ৪০৮
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
রানওয়ের দৈর্ঘ্য = ১.৫ কিলোমিটার = ১৫০০ মিটার
রানওয়ের প্রস্থ = ৩০ মিটার
প্রতি ৩ মিটার অন্তর লাইট বসানো হবে।

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (১৫০০ + ৩০) = ২ × ১৫৩০ = ৩০৬০ মিটার

দৈর্ঘ্য বরাবর লাইট লাগবে = (১৫০০/৩) + ১ = ৫০০ + ১ = ৫০১
প্রস্থ বরাবর লাইট লাগবে = ৩০/৩ + ১ = ১০ + ১ = ১১

মোট লাইট লাগবে = (৫০১ + ৫০১ + ১১ + ১১) - ৪
= ১০২০
i
ব্যাখ্যা (Explanation):
বৃহত্তম সংখ্যা হবে ২২, ২৫, ৩২ এর ল.সা.গু + ৭৭০০

এখানে
২২ = ২ × ১১
২৫ = ৫ × ৫
৩২ = ২ × ২ × ২ × ২ × ২

ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ২ × ৫ × ৫ × ১১ = ৩২ × ২৫ × ১১ = ৮,৮০০

যেহেতু (৭৭০০ + অজানা সংখ্যা) টি ২২, ২৫ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে, সেহেতু (৭৭০০ + অজানা সংখ্যা) হবে ৮৮০০ এর গুণিতক।

এখন,
৮৮০০ × ১ = ৮৮০০
৮৮০০ - ৭৭০০ = ১১০০ যা চার অঙ্কের হলেও বৃহত্তম নয়
৮৮০০ × ২ = ১৭৬০০
১৭৬০০ - ৭৭০০ = ৯৯০০ যা চার অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা
৮৮০০ × ৩ = ২৬৪০০
২৬৪০০ - ৭৭০০ = ১৮৭০০ যা ৫ অঙ্কের সংখ্যা

অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৯৯০০ যার সাথে ৭৭০০ যোগ করলে যোগফলকে ২২, ২৫, ৩২ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়।
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
তারের মোট দৈর্ঘ্য = ২৩.৩ মিটার
এক অংশ অপর অংশের চেয়ে ৯.১ মিটার বড়

ধরি,
ছোট অংশের দৈর্ঘ্য = ক মিটার
বড় অংশের দৈর্ঘ্য = ক + ৯.১ মিটার

প্রশ্নমতে,
⇒ ক + (ক + ৯.১) = ২৩.৩
⇒ ২ক + ৯.১ = ২৩.৩
⇒ ২ক = ২৩.৩ - ৯.১
⇒ ২ক = ১৪.২
⇒ ক = ১৪.২/২
∴ ক = ৭.১ মিটার

∴ বড় অংশের দৈর্ঘ্য = ক + ৯.১ = ৭.১ + ৯.১ = ১৬.২ মিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ধরি,
পণ্যটির আসল মূল্য = ক টাকা
৩৫% ছাড়ে বিক্রয়মূল্য = ১৯৫ টাকা

সুতরাং,
⇒ ক - (ক এর ৩৫%) = ১৯৫
⇒ ক - (৩৫ক/১০০) = ১৯৫
⇒ (১০০ক - ৩৫ক)/১০০ = ১৯৫
⇒ ৬৫ক/১০০ = ১৯৫
⇒ ক = (১৯৫ × ১০০)/৬৫
∴ ক = ৩০০ টাকা 

এখন, যদি ২৫% ছাড়ে বিক্রয় করা হয়, তবে বিক্রয়মূল্য হবে,
= ৩০০ - (৩০০ এর ২৫%)
= ৩০০ - (৩০০ × ২৫/১০০)
= ৩০০ - ৭৫
= ২২৫ টাকা

সুতরাং, ২৫% ছাড়ে পণ্যটির বিক্রয়মূল্য হবে ২২৫ টাকা।

শর্টকাট পদ্ধতি:
(১০০ - ৩৫)% = ৬৫% ≡ ১৯৫ টাকা
∴ ১% ≡ ১৯৫/৬৫ = ৩ টাকা
∴ (১০০ - ২৫)% = ৭৫% ≡ ৭৫ × ৩ = ২২৫ টাকা

সুতরাং, ২৫% ছাড়ে বিক্রয়মূল্য হবে ২২৫ টাকা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0