বিসিআইসি (সহকারী ব্যাবস্থাপকঃ প্রশাসন) - ১৩.০৫.২০২২ (70 টি প্রশ্ন )

এফডিএ'র পর্যালোচনা ও অনুমোদনের জন্য এসকেএফের পক্ষে থেকে মৃগীরোগ প্রতিরোধী ঔষধ প্রেগাবালিন ক্যাপসুল এর আটটি বিভিন্ন মাত্রা (২৫,৫০,৭৫,১০০,১৫০,২০০,২২৫ ও ৩০০ মিলিগ্রাম ) এব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয় । এসকে এফের আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এসকে এফের ফার্মাসিউটিক্যালস লি এর ঔষধকে FDA অনুমোদন দেয় ।এর ফলে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত প্রেগাবালিনসহ অন্যান্য ঔষধ যুক্তরাষ্ট্রের বাজারসহ বিভিন্ন দেশে সহজে রপ্তানি করতে পারবে ।
৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ,২০২২ সালে ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট শেষে গোল শূন্য ম্যাচে টাইব্রেকারে মিশরকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বারের মত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করে সেনেগাল ।
প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার জানাতেই দিবসটি উদযাপিত হয়। আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারীদিবসের আয়োজন করে। এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল। শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা। ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারীদিবস পালন করেন। জাতিসংঘ ১৯৭৫ সালে নারীদিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।

SWIFT-এর পূর্ণরূপ Society for World-Wide Interbank Financial Telecommunication। এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে।  আন্তর্জা‌তিক অর্থ লেনে‌দেন এ‌টি এক‌টি দ্রুত ও নির্ভর‌যোগ্য মাধ্যম হি‌সে‌বে স্বীকৃ‌ত।

SWIFT Code is a standard format of Bank Identifier Codes (BIC) and it is unique identification code for a particular bank anywhere in the world।


বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র 'পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র' ।এটি পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অবস্থিত ।বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা মোট ১৩২০ মেগাওয়াট .২০১৬ সালে কেন্দ্রটির ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় এবং ২১ মার্চ ,২০২০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০২২ সালে World Monuments Fund ঝুঁকিতে থাকা সারা বিশ্বের যে ২৫ টি ঐতিহ্য সাইটের তালিকা তৈরি করেছে তাতে বাংলাদেশের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ একটি ।এটি জলবায়ু পরিবর্তন জনিত সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে ধ্বংসের দ্বারপান্তে সংস্থাটি মনে করছে ।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ১৯৯১-২০০২ সাল পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত হয় ।এ সময় দেশটিতে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তিরক্ষী নিয়োগ করে জাতিসঙ্ঘ।তাদের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা ।দেশটির বিদ্রোহীদের পরাজিত করে শান্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক ভূমিকা রাখে ।বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে কৃতজ্ঞতাস্বরূপ প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে দেশটির অন্যতম সরকারি ভাষার মর্যাদা দেন ।
Ctrl + N =Create a new document
Ctrl + W = Close a current document 
Ctrl + E = Central alignment of paragraph
Ctrl + U = Underline text
F7 = Checking Spelling
Ctrl + z = Undoing previous action


প্রথম বারের মত জি টু জি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ সরকার জয়েন্ট ভেঞ্চার চুক্তি করে।এই চুক্তির ফলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমির ওপর জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে ।এটি এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হবে ।
১০ মার্চ ,২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে হাঙ্গেরির পার্লামেন্ট কাতালিন নোভাককে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করে।

চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু।
গুরুত্তপুর্ণ উপজাতিদের প্রধান উৎসবঃ
- চাকমা : প্রধান উৎসব বিজু
- সাওতাল : প্রধান উৎসব সোহরাই
- ত্রিপুরা/টিপরা : প্রধান উৎসব : বৈসুক
- রাখাইন : প্রধান উৎসব সাংগ্রাং
- খাসী/খাসিয়া : প্রধান উৎসব বড়দিন
- গারো : প্রধান উৎসব ওয়ানগালা
- পাঙন : প্রধান উৎসব ঈদুল ফিতর ও অাজহা
- মণিপুরী : প্রধান উৎসব রাসোৎসব
- খিয়াং : প্রধান উৎসব সাংলান
- তঞ্চঙ্গ্যা : প্রধান উৎসব বিষু
- ম্রো : প্রধান উৎসব ক্লবপাই
- ওরাও : প্রধান উৎসব কারাম
- পলিয়া : প্রধান উৎসব দূর্গাপূজা
- মাহাতো : প্রধান উৎসব সহরায়
- রবিদাস : প্রধান উৎসব মাঘীপূর্ণিমা
ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে।
- ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
২ এপ্রিল, ১৯৮২ সালে ব্রিটেন ও আর্জেন্টইনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ উপনিবেশ। দ্বীপগুলো আর্জেন্টিনার পূর্ব উপকূলের কাছে হওয়ায় আর্জেন্টিনা দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে। ১৯৮২ সালে আর্জেন্টিনা ব্রিটেনের কাছ থেকে দ্বীপগুলো দখল করে নেয়, কিন্তু ব্রিটেন পাল্টা আক্রমণ করলে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। ১৯৮২ সালের ১৪ জুন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১ মার্চ ,২০২২ সালে গ্রামীনফোন প্রথমবারের মতো দেশে Embedded Subscriber Identity Module চালুর ঘোষণা দেয় .২৫ এপ্রিল ,২০২২ সালে গ্রামীনফোন ই-সিম বিক্রি শুরু করে ।গ্রামীণ ফোনের গ্রাহকেরা ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেকটিভিটির সুবিধা পাবে ।ই -সিম ব্যবহারকারীদের সকল তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ থাকবে এবং এটি মোবাইল ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকবে বলে হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না ।
Macro হল কিছু নির্দেশনাবলি যা একটি নির্দেশ হিসেবে সংরক্ষিত করে রাখা যায় এবং পরবর্তীতে একটি নির্দেশ দিয়ে অনেক নির্দেশাবলির কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায় ।
মনে করি , x =5
অতএব , 3x=3×5=15
এখন , 8)15(1
               8
_____________________
               7

অতএব, ভাগশেষ 7
প্রথমে 4 জন ভ্রমণে যেতে চেয়েছিল ।কিন্তু 2 জন না যাওয়ায় প্রত্যেক 40 টাকা বেশি করে দিতে হয়েছিল ।অর্থাৎ প্রত্যেকের মাথাপিছু ভাড়া ছিল 40 টাকা করে
মনে করি
30% এসিড মিশ্রিত দ্রবণের পরিমাণ =x লি.
80%  "           "           "        "       =(20-x) "
প্রশ্নমতে ,
x এর 30%+(20-x) এর 80% =20 এর 45%
বা,x × 30% +(20-x) × 80% =20 × 45%
বা,x ×3 +(20-x)×8=2×45
বা,3x +160-8x=90
বা,-5x=-70
বা,x=14
অতএব, 30% এসিড মিশ্রিত দ্রবণের পরিমাণ =14 লি.
মনে করি ,
মোট উড্ডয়ন সময়=x ঘণ্টা
সকালে উড্ডয়ন করে =(x/4) +2
                                =(x+8)/4
অবশিষ্ট =x-(x+8)/4
             =(4x-x-8)/4
             =(3x-8)/4
অতএব ,বিকালে উড্ডয়ন করে =2/5 (3x-8 /10 )
                                              =(3x-8)/10

প্রশ্নমতে, (3x-8)/4 -(3x-8)/10 =4
        বা,{5(3x-8)-2(3x-8)}/20 =4
        বা,15x-40-6x+16=80
        বা,9x=80+40-16
        বা,9x=104
        বা,x=11.55
         বা,x≈11.5 ঘণ্টা
আজিমের 5 কেজি চকলেট বক্সের দাম =c টাকা
d টাকা দাম বাড়ায় 5 কেজি চকলেট বক্সের দাম =(c+d) টাকা
অতএব ,1 কেজি চকলেট এর দাম (c+d)/5 টাকা
আবার,
দবিরের 3 কেজি চকলেট বক্সের দাম =c টাকা
d টাকা দাম কমায় 3 কেজি চকলেট বক্সের দাম =c-d টাকা
অতএব ১ কেজি চকলেট এর দাম =(c-d)/3 টাকা
শর্তমতে ,(c+d)/5 =(c-d)/3
         বা,5x-5d=3c+3d
         বা, 5c-3c=3d+5d
         বা,2c=8d
     অতএব ,c=4d
পারুল এর থাকে (n-x) ডলার
এবং সে কার করে 6 ঘণ্টা
জনি এর থাকে (n+x) ডলার
এবং সে কাজ করে 2 ঘণ্টা

প্রশ্নমতে,
(n-x)/6=(n+x)/2
বা, (n-x)/6=n+x
বা, 3n+3x=n-x
বা, 3n-n =4x
বা, 2n=4x
অতএব n=2x
ধরি
6 ইনিংসের গড় রান =x
∴ 16  "         মোট  " =16x

তাহলে  ,17 "             "     =16x+87

আবার ,  
17 ইনিংসের গড় রান =x+3
∴  17 ইনিংসের মোট রান=17(x+3)

প্রশ্নমতে ,
17(x+3)=16x+87
বা,17x+51=16x+87
বা,x=36
অতএব, 17 ইনিংসের পর গড় রান =36+3
                                           =39


মনে করি ,
       সংখ্যাটির একক স্থানীয় অংক =x
এবং  দশক      "         "         "      =y
অতএব , সংখ্যাটি ,x+y=14.......(i)
এবং 10x+y-18=10y+x
    বা, 10x+y-10y-x=18
    বা, 9x-9y  =18
    বা,x-y=2......(ii)
(i)+(ii)
        2x=16
     বা,x=8
অতএব ,(i)
             8+y=14
          বা,y =6
অতএব , সংখ্যাটি 10.6+8
                         =60+8=68


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনে করি ,
বর্গাকার মাঠটির এক পাশের দৈর্ঘ্য =1 মিটার
অতএব ,কর্ণ বরাবর গেলে অতিক্রম করে =√(1+1)²
                                                   =√(1+1)
                                                   =√2 মিটার

অতএব ,
কর্ণ বরাবর যাওয়ার কারণে কম যেতে হয় =2 -√2
                                                   =2-1.41
                                                   =0.59 মিটার

তাহলে শতকরা কম অতক্রম করে =0.59/2 ×100%
                                           =29.5%
                                             ≈30%
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0