UNIX কোনো computer language নয় বরং এটি একটি Operating System সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে ইউনিক্স পরিচিত । ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কিন টমসন এবং Dennis Ritchie প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
কিছু গুরুত্তপুর্ণ অপারেটিং সিস্টেমের নামঃ
- Microsoft Windows
- macOS
- Linux (Ubuntu, Fedora, CentOS, Debian, etc.)
- Android
- iOS
- Chrome OS
- Unix
- IBM's z/OS
- FreeBSD
- Solaris