বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী -২০১৯ (100 টি প্রশ্ন )







BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে-NDB। BRICS হলো ব্রাজিল,রাশিয়া, ভারত,চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ঘটিত অর্থনৈতিক সংঘ। NDB কে আই এম এফ এর বিকল্প প্রতিষ্ঠান মনে করা হয়। কেননা IMF বা International Monetary Fund সারা বিশ্বে অর্থায়ন করে থাকে। এর মাধ্যমে বিভিন্ন দেশ বৈষম্য ও নিষ্পেষণের শিকার হয় আমেরিকা ও ইউরোপের যৌথ নেতৃত্বে।  আমেরিকা ও ইউরোপের প্রাধান্য কমাতে ও নতুন পুঁজি ঋণ ব্যবস্থা তৈরি করতে NDB প্রতিষ্ঠা করা হয়েছে। তাই NDB কে IMF এর বিকল্প প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। 

- ২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিক্স সম্মেলনে শীর্ষ ব্যাংক স্থাপনের ধারণাটি প্রস্তাবিত হয়েছিল। ব্রিক্স নেতারা ২৭ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠিত ৫ঞ্চম ব্রিকস সম্মেলনে একটি উন্নয়ন ব্যাঙ্ক স্থাপনে সম্মত হন।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- বর্তমানে এর সদস্য দেশ ৯টি। 
- এর সদরদপ্তের সাংহাই চীন


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে স্থাপিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৮টি সরকারি EPZ রয়েছে। এছাড়াও বাংলাদেশে ২টি বেসরকারি EPZ রয়েছে।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা EPZ, এটি নীলফামারীতে অবস্থিত।
- EPZ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম Bangladesh Export Processing Zone Authority (BEPZA)।

শীতলতম মাস- জানুয়ারি।

বাংলাদেশের জলবায়ুঃ
• উষ্ণতম স্থান - লালপুর
• শীতলতম স্থান - শ্রীমঙ্গল
• সর্বোচ্চ বৃষ্টিপাত - লালাখাল
• সর্বনিম্ন বৃষ্টিপাত - লালপুর।



পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর। হাজীপুর ইউনিয়নের আয়তন ২২৩ একর। আগে সেন্টমার্টিন ইউনিয়ন ছোট ছিল। সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0