“সঞ্চয়িতা” কোন কবির কাব্য সংকলন?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B সত্যেন্দ্রনাথ দত্ত

C কাজী নজরুল ইসলাম

D জসীম উদ্দিন

Solution

Correct Answer: Option A

- রবীন্দ্রনাথের ঠাকুরের প্রথম কাব্য সংকলন চয়নিকা। এটি ১৯০৯ সালে প্রকাশিত হয়। এর প্রথম সংস্করণে ১৩০ টি কবিতা ছিল।
- সঞ্চিতা কবিতা সংকলন কাজী নজরুলের কাব্য সংকলন।
- সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions