জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিশদ ,যা 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত ।
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ ।
- এর সদস্য সংখ্যা ১৫ টি (৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং অস্থায়ী ১০ টি ) ।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
- ২০২২ সালে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেনঃ
জানুয়ারি - নরওয়ে
ফেব্রুয়ারি - রাশিয়া
মার্চ - সংযুক্ত আরব আমিরাত
এপ্রিল - যুক্তরাজ্য
মে - যুক্তরাষ্ট্র
জুন - আলবেনিয়া
জুলাই - ব্রাজিল
আগস্ট -চীন
সেপ্টেম্বর - ফ্রান্স
অক্টোবর - গ্যাবন
নভেম্বর - ঘানা
ডিসেম্বর - ভারত