If the hour hand of a clock is turned anticlockwise from 2 pm to 9 am, thoroughly how many degrees will it have turned?/>
Solution
Correct Answer: Option C
দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মোট ৭ ঘন্টা। কিন্তু ঘড়িটি যখন বিপরীত পাশ দিয়ে ঘুরবে তখন ২ টা থেকে ৯ ট পর্যন্ত দূরত্ব হবে ৫ ঘন্টা।
(৯ টা থেকে ১২ টা=৩ ঘন্টা এবং ১২ টা থেকে ২ টা=২ ঘন্টা)
এখন ১২ ঘন্টায় ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন হলে ১ ঘন্টায় হয় ৩০ ডিগ্রি।
সুতরাং ৫ ঘন্টায় হবে ৩০ ×৫=১৫০ ডিগ্রি।