Which two countries have applied to join BRICS ?
Solution
Correct Answer: Option B
BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- এর বর্তমান সদস্য ১০ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- ১৫তম সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা -এ আরো নতুন ৬ দেশকে অনুমোদন দেয়।
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয় .
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে.
- ২৭ জুন, ২০২২ সালে ইরান ও আর্জেন্টিনা BRICS জোটের সদস্য পদের জন্য আবেদন জমা দেয়।