'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Solution
Correct Answer: Option C
হসান হাবিব একজন খ্যাতিমান কবি ও সাংবাদিক। তিনি ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন।
- বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) কবিতাগুলোত কবি পাখি, বাতাস, নদী ইত্যাদির মাধ্যেমে আত্তাজিজ্ঞসায় নিমজ্জিত হয়েছিলেন। অধিকাংশ কবিতায় নিজেকে জানা বা চেনার প্রয়াস লক্ষণীয়।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থঃ
- ছায়াহরিণ (১৯৬২),
- সারা দুপুর (১৯৬৪),
- আশায় বসতি (১৯৭৪),
- মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬),
- দুহাতে দু আদিম পাথর (১৯৮০),
- প্রেমের কবিতা (১৯৮১),
- বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) ইতাদি।
তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো অরণ্য নীলিমা (১৯৬০) ও রাণীখালের সাঁকো (১৯৬৫)।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
- জ্যোৎস্না রাতের গল্প,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর (১৯৭৭),
- ছুটির দিন দুপুরে (১৯৭৮) ইত্যাদি।