The symbol of ''$'' is used in Microsoft Excel for -
Solution
Correct Answer: Option B
-Ms- Excel এ সারি কলাম দ্বারা গঠিত প্রতিটি ক্ষুদ্রতম ঘরকে সেল বলা হয়। সেল এর মধ্যেই আমরা তথ্য সংরক্ষণ করি ,অসংখ্য সেল নিয়ে একটি Worksheet তৈরি হয় ।এক বা একাধিক Worksheet একত্রে তৈরি করে ।
-কোন নির্দিষ্ট সেল কে বোঝানোর জন্য $ চিহ্ন ব্যবহার করা হয় ।