A good entrepreneur starts a business with ____and___.
A commitment , responsibility
B quality,product
C courage,energy
D none of these
Solution
Correct Answer: Option C
প্রশ্নটির শুরুতেই বলা হয়েছে ,একজন good entrepreneur তার ব্যবসা শুরু করে ।শূন্যস্থানে এমন দুটি শব্দ বসাতে হবে যা দ্বারা একজন good entrepreneur তার ব্যবসা শুরুর সময় কোন দুটি গুণের অধিকারী তা জানা যায় ।একজন good entrepreneur বা ভালো উদ্যোক্তার বৈশিষ্ট্য হল সাহস ,শক্তিমত্তা এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা ।আর অপশন c এর courage এবং energy দ্বারা এই কথাই বলা হয়েছে ।তাই c সঠিক ans.