Quotations (7 টি প্রশ্ন )
- এই উক্তিটি George Bernard Shaw এর।
- তিনি ছিলেন একজন বিখ্যাত আয়ারল্যান্ডের নাট্যকার, ঔপন্যাসিক এবং সমালোচক।
- Shaw তাঁর কাজের মাধ্যমে সমাজের অগ্রগতির জন্য বিদ্রোহ এবং সমালোচনা করেছেন।
- এই উক্তিতে, তিনি "একজন শিক্ষিত ব্যক্তি" কে idle (অলস) হিসেবে বর্ণনা করেছেন, যা তার ভাবনা অনুযায়ী, অতিরিক্ত শিক্ষা কখনো কখনো বাস্তব জীবনের কাজে ব্যবহৃত না হয়ে সময় নষ্টের কারণ হতে পারে। Shaw এর এই মন্তব্য, তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


Handsome is that handsome does = A man's action is more important rather than his appearance. =রূপে কালো গুণে আলো।
No news is good news’’.= It is likely that nothing bad has happened=সম্ভবত খারাপ কিছু ঘটেনি

লাইনটি বলেছেন William Wordsworth
লাইনটি নেয়া হয়েছে To daffodils থেকে
-  William Wordsworth রোমান্টিক যুগের কবি ও সাহিত্যিক
-তাকে Poet of Nature,Lake Poet;The Founder of Romantic Era বলা হত ।
-এছাড়াও তার আরও কবিতা হল -Ode:Intimations of Immortality ,The Solitary Reaper, Tintern Abbey,To The Cuckoo etc


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0