Pin point error (286 টি প্রশ্ন )
The error in the sentence is in part (c),
''when it starts'' should be changed to “when it started”.

The correct sentence should be 'The children were playing in the park when it started to rain'.
There is no error in the given sentence.
''laid their books'' should be changed to “lay their books”.
The correct sentence should be ''The teacher asked the students to lay their books on the table''.
The error in the sentence is in part (c). The correct sentence should be "The teacher, as well as the students, was surprised at the result of the examination."
Option A অংশে Furniture এর আগে piece of যুক্ত হবে। 
countable noun এর পরে less বসেনা ।তাই less এর স্থলে fewer বসবে ।
delivering এর স্থলে deliver হবে ।কারণ , either-or এর ক্ষেত্রে or এর পূর্বে ও পরে verb এর একই form বসে ।
grow এর স্থলে grows হবে ।কারণ ,singular subject এর পরে singular verb  বসে
part এর স্থলে parts হবে ।কারণ , a number of (=many/some) এর পরে plural noun এবং plural verb বসে ।A number of (=some ) problems have arisen .A number students are absent today
বাক্যে Her এর বদলে pronoun হিসেবে She ব্যবহার করতে হবে ।কারণ এখানে Her শব্দটি Object হিসেবে বসেছে।
বাক্যের অর্থঃদরজার সামনে যে আছে,এটি অবশ্যই সে-ই হবে ।
is এর পরে often আছে যা adverb ; তাই often এর পরে আর একটি adverb হিসেবে difficulty টি না বসে বরং adjective হিসেবে difficult বসবে
বাক্যের অর্থঃনতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়াটা কোন ব্যক্তির জন্য প্রায়ই কষ্টকর /কঠিন হয়ে পড়ে ।



বাক্যের which usually 'র পর noun হিসেবে effects না বসে verb হিসেবে affects বসবে ।তাই উত্তর হবে d .
Argue with মানে কারো সাথে তর্ক করা বা রাগান্বিত হয়ে কথা বলা ।যেহেতু এখানে Argued এর পরে at আছে , তাই Argue এর পরে at এর পরিবর্তে With বসবে ।
Die away -বিলুপ্ত হওয়া ; মিলিয়ে যাওয়া ।
Die off -গাদা গাদা  মরা
Die for -দেশের জন্য মরা
Die of -রোগে মরা
Die by - দুর্ঘটনায়  মরা ।
Die from - অতি ভোজনে মরা
 Die out -বিলুপ্ত হওয়া ।
প্রশ্নটির শুরুতেই বলা হয়েছে ,একজন good entrepreneur তার ব্যবসা শুরু করে ।শূন্যস্থানে এমন দুটি শব্দ বসাতে হবে যা দ্বারা একজন good entrepreneur তার ব্যবসা শুরুর সময় কোন দুটি গুণের অধিকারী তা জানা যায় ।একজন good entrepreneur বা ভালো উদ্যোক্তার বৈশিষ্ট্য হল সাহস ,শক্তিমত্তা এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা ।আর অপশন c এর courage এবং energy দ্বারা এই কথাই বলা হয়েছে ।তাই c সঠিক ans.
বাক্যে Her এর বদলে pronoun হিসেবে She ব্যবহার করতে হবে ।কারণ এখানে Her শব্দটি object হিসেবে বসেছে ।
is এর পরে often আছে যা adverb ।তাই often এরপরে আর একটি adverb হিসেবে difficulty বসে না বরং adjective হিসেবে difficult বসবে ।
So likely as না বসে As likely as বসবে ।So এর পরিবর্তে As বসবে ।
কাদের জন্য তৈরি করা হয়েছে এটা বুঝাতে verb এর present form না বসে past participle form বসে


বাক্যটিতে Effective of the computer এর effective ব্যবহার ঠিক হয় নি । এখানে computer এর একটি গুণ সম্পর্কে কথা বলা হচ্ছে । আর আমরা জানি যে ,গুণ বোঝাতে noun ব্যবহৃত হয় ।তাই effect এর noun হিসেবে effectiveness of the computer হবে ।
turns এর স্থলে turned হবে । কারণ ,স্পষ্ট অতীতকাল ১৯৭৮ উল্লেখ আছে বিধায় past indefinite হবে ।
বাক্যে it অপ্রয়োজনীয় ।Whatever is grown in the kitchen garden হচ্ছে noun clause এবং এটিই  বাক্যের subject তাই এই  subject clause এর পরেই verb  বসবে
Ordinary এর জায়গায় Ordinarily হবে । বাক্যকে modify করতে বাক্যের শুরুতেই adverb বসে ।
inside এর স্থলে  in হবে । কারণ ,দিনের অংশ ,morning,afternoon,evening এর পূর্বে in বসে ।
entering এর স্থলে to enter হবে । কারণ ,allow ,permit +object +infinitive(to+base form )
That এর স্থলে The হবে ।কারণ article +Antecedent +Adjective clause.
rising এর স্থলে  raising হবে ।কারণ , raise কিছু উত্তোলন করা বা উঠানো ;rise -নিজে  উঠা বা বৃদ্ধি  পাওয়া rise+preposition /adverb/no word ;
raise +object .
but too এর স্থলে but also হবে । কারণ ,not only---but also হচ্ছে corelative তাই একসাথে ব্যবহৃত হয় ।
that they এর স্থলে that  হবে । কারণ ,rodents এর নির্দেশক হিসেবে relative pronoun 'that' ব্যবহৃত হয়েছে ।তাই they এর ব্যবহার অপ্রয়োজনীয় । গঠন -Antecedent +relative pronoun (who /which /that ) +verb .
since এর স্থলে for হবে ।কারণ , four years হচ্ছে period of time তাই এর পূর্বে for  বসবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0