Parts of Speech (125 টি প্রশ্ন )
যে সমস্ত pronoun দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝানো তাকে indefinite pronoun বলে। যেমন: Nothing, something, anyone, none, another, somebody.

 

Girl, boy, mother, father, brother, sister, man, woman, dog, cow ইত্যাদি common noun.




যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun।

Heroism শব্দের অর্থ বীরত্ব। এটি abstract noun.









যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে। যেমন: cattle, flock,group,team etc.
 

Ability হল noun, এর verb হল enable আর adjective হল able.


 

এখানে stone হল noun, noun কে যা modify করে, তাই adjective. সুতরাং rolling এখানে stone কে modify করছে, তাই rolling adjective.


 

Beauty -- noun, beautiful -- adjective, beautify --- verb.


 

Shorten--verb, short---adjective, shortly---adverb.


 

Who, which, what এই WH question word গুলি relative pronoun হিসাবে use হয়।


 

Waste is a verb. Its noun form is wastage.


 

Heartening is the adjective form of the word Heart.





   Whether = কিনা
 Incase = যদি
 Unless= যদি না
 Perhaps = সম্ভবত
Incase বসালে বাক্যটির অর্থ হয়  -
Give her a telephone number to ring incase she gets lost? =তাকে টেলিফোন নাম্বার দিয়ে দাও যদি সে হারিয়ে জায় ?



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0