Parts of Speech (129 টি প্রশ্ন )
Be verb এর পরে Subjective form বসে।
- Vigilantly-জাগ্রতবস্থায়, সতর্কভাবে।
- Grammar অনুযায়ী যে word কোনো verb -কে modify করে তাকে adverb বলে।
- প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb আর কীভাবে বসেছিল সেটা বোঝাচ্ছে vigilantly।
- সুতরাং vigilantly শব্দটি adverb.
যে সমস্ত pronoun দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝানো তাকে indefinite pronoun বলে। যেমন: Nothing, something, anyone, none, another, somebody.
Nostalgia - গ্রহকাতর (Noun) 
Nostalgic - গৃহকাতরতা; অতীত বিধুরতা

- এই বাক্যে 'right' শব্দটি দিয়ে কোনো কিছু করার অধিকার বা হক বোঝানো হয়েছে।

- এটি একটি ধারণা বা abstract idea-র নাম, যা বিশেষ্য (noun) পদ হয়।

- 'right'-এর আগে 'no' বসেছে, যা সাধারণত Noun-এর আগে বসে Noun-কে নির্দিষ্ট করে।

- বাক্যটিতে 'right' হলো 'have' ক্রিয়ার object (কর্ম)। Noun বা Pronoun সাধারণত object হয়।

 

Girl, boy, mother, father, brother, sister, man, woman, dog, cow ইত্যাদি common noun.




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun।

Heroism শব্দের অর্থ বীরত্ব। এটি abstract noun.









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে। যেমন: cattle, flock,group,team etc.
 

Ability হল noun, এর verb হল enable আর adjective হল able.


A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle?

প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective, participle নয়।

বিস্তারিত ব্যাখ্যা:

rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে।
- তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun)-এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে।
- ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ।

উত্তর নির্ধারণের নিয়ম:

- অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"।
- যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"।

অপশন সম্পর্কিত মতামত:

প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb-এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা।

একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective


 

Beauty -- noun, beautiful -- adjective, beautify --- verb.


 

Shorten--verb, short---adjective, shortly---adverb.


 

Who, which, what এই WH question word গুলি relative pronoun হিসাবে use হয়।


 

Waste is a verb. Its noun form is wastage.


 

Heartening is the adjective form of the word Heart.




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0