প্রশ্নঃ-A,B এবং যৌথ ব্যবসায় 5:7:8 অনুপাতে বিনিয়োগ করে ।যদি বছর শেষে A এর লাভ 42,360 টাকা হয় ,তবে মোট লাভ কত ?
উত্তরঃ-
A,B এবং C এর বিনিয়োগ অনুপাত =5:7:8
∴অনুপাতের যোগফল =5+7+8 =20
প্রশ্নমতে,
A এর লাভ =42,360 টাকা এবং
কাজেই Profit এর 5 অনুপাত =42,360 টাকা
∴Profit এর 20 (সম্পূর্ণ ) অনুপাত=42,360 /5 × (5+7+8)
=1,69,440