প্রশ্নঃ-1 ডজন ডিম ও 10 পাউন্ড আপেলের মূল্য সমান ।1 ডজন ডিমের দাম 10% এবং 10 পাউন্ড আপেলের দাম 2% বাড়লে 1 ডজন ডিম ও 10 পাউন্ড আপেল কিনতে শতকরা কত বেশি খরচ হবে ?
উত্তরঃ-
ধরি ,
1 ডজন ডিমের দাম =100 টাকা
10 পাউন্ড আপেলের দাম=100 টাকা
মোট দাম =100+100 =200 টাকা
10% বৃদ্ধিতে ডিমের বর্তমান দাম =110 টাকা
এবং 2% বৃদ্ধিতে আপেলের বর্তমান দাম =102 টাকা
∴মোট দাম =110+102 =212 টাকা
অর্থাৎ দাম বাড়ে 212-200=12 টাকা
∴শতকরা দাম বাড়ে =(12/200 )× 100% =6%