Which of the following is not a specialized bank in Bangladesh?
Solution
Correct Answer: Option D
Specialized Banks (বিশেষায়িত ব্যাংক)
- বাংলাদেশে Specialized Banks হলো কিছু বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য স্থাপিত ব্যাংক। এগুলো মূলত সরকার মালিকানাধীন এবং নির্দিষ্ট কিছু খাত, যেমন কৃষি বা শিল্পের উন্নয়নে ঋণ সহায়তা দিয়ে থাকে। এই ব্যাংকগুলো Bangladesh Bank এর অধীনে Scheduled Bank হিসেবে পরিচালিত হয়।
বাংলাদেশের প্রধান Specialized Banks হলো:
- Bangladesh Krishi Bank (BKB): এই ব্যাংকটি মূলত বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করে। কৃষক এবং কৃষি-ভিত্তিক শিল্পের জন্য ঋণ দিয়ে থাকে।
- Rajshahi Krishi Unnayan Bank (RAKUB): এটি রাজশাহী ও রংপুর বিভাগের কৃষি উন্নয়নের জন্য গঠিত একটি Specialized Bank।
- Probashi Kallyan Bank: Overseas employment বা বিদেশে কর্মসংস্থানের জন্য যারা যেতে চান, তাদের ঋণ সুবিধা দিতে এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে এই ব্যাংকটি কাজ করে।
Non-Scheduled Banks (নন-সিডিউল্ড ব্যাংক)
- Non-Scheduled Banks হলো সেই ব্যাংকগুলো যেগুলো Bangladesh Bank Order, 1972 এর অধীনে Scheduled Bank হিসেবে তালিকাভুক্ত নয়।
বাংলাদেশের Non-Scheduled Bank গুলো হলো:
- Ansar-VDP Unnayan Bank
- Karmasangsthan Bank
- Grameen Bank
- Palli Sanchay Bank
- Jubilee Bank (বর্তমানে অবসায়ন প্রক্রিয়াধীন)