During the Liberation War, which sector was responsible for Chittagong and the Chittagong Hill Tracts?
A Sector 3
B Sector 2
C Sector 1
D Sector 4
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ,চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা ও নোয়াখালী জেলার মুহুরী নদীর পূর্বাংশের পুরো এলাকা ১ নম্বর সেক্টরের অন্তর্গত। হরিনাতে ছিলো এ সেক্টরের হেডকোয়ার্টার। । মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই সেক্টর থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছিল, বিশেষ করে চট্টগ্রামের কৌশলগত অবস্থান এবং বন্দর এলাকার কারণে এই সেক্টরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বত্য এলাকার প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধে সাহায্য করেছিল এবং এই সেক্টর থেকেই ২৭ মার্চ ১৯৭১ তারিখে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়েছিল।