Solution
Correct Answer: Option A
প্রশ্নে বলা হচ্ছে, একজন ব্যাটসম্যান তার 17 তম ইনিংসে 87 রান করায় তার গড় 3 বেড়ে গেল। 17 তম ইনিংসের পর তার গড় কত?
ধরি, 17 তম ইনিংসের পর তার গড় রান হলো x
16 তম ইনিংসের পর তার গড় রান হবে (x - 3 )
প্রশ্নমতে, 16(x - 3 ) + 87 = 17x
or, 16x - 48 + 87 = 17x
or, 17x - 16x = 39
or, x = 39