আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের ল.সা.গু × গ.সা.গু সুতরাং, অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু) / একটি সংখ্যা = (৩৬০ × ২) / ১০ = ৭২০ / ১০ = ৭২ সুতরাং, অপর সংখ্যাটি ৭২।
*সঠিক উত্তর: c) 176 -a এবং b এর সম্ভাব্য জোড়া হল 84 এবং 92। তাদের যোগফল 176।If HCF(a,b) = 12, LCM(a,b) = 420, and a < b, then a + b = ? a) 152 b) 164 c) 176 d) 188
*সঠিক উত্তর হল 45। -যদি দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 100 হয়, তবে সংখ্যা দুটি হবে 20 এবং 25। -কারণ, 20 × 25 = 500, এবং 5 × 100 = 500 -সুতরাং, সংখ্যা দুটির যোগফল = 20 + 25 = 45
-24 এবং 36 এর গসাগু (HCF) হল 12। -ব্যাখ্যা: 24 এর উৎপাদক: 1, 2, 3, 4, 6, 8, 12, 24 -36 এর উৎপাদক: 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 *উভয় সংখ্যার সর্বোচ্চ সাধারণ উৎপাদক হল 12।
প্রথমে ৮, ১২ এবং ১৬ এর ল.সা.গু নির্ণয় করতে হবে। ৮, ১২, ১৬ এর ল.সা.গু = ৪৮ যেহেতু প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকে, তাই সংখ্যাটি হবে (৪৮ × k) + ৩ আকারের। এখন k এর মান ১, ২, ৩... বসিয়ে দেখতে হবে কোন সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য: যদি k = ১ হয়, সংখ্যাটি ৪৮ + ৩ = ৫১ (৭ দ্বারা বিভাজ্য নয়) যদি k = ২ হয়, সংখ্যাটি ৯৬ + ৩ = ৯৯ (৭ দ্বারা বিভাজ্য নয়) যদি k = ৩ হয়, সংখ্যাটি ১৪৪ + ৩ = ১৪৭ ১৪৭ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ২১ হয় (নিঃশেষে বিভাজ্য)। সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি ১৪৭।
তারা পুনরায় মিলিত হবে প্রদত্ত সময়গুলোর ল.সা.গু যত ততক্ষণ পর। ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু বের করি: ল.সা.গু = ১৪৪ সেকেন্ড। এখন, ১৪৪ সেকেন্ড কে মিনিটে রূপান্তর করলে পাই: ১৪৪ সেকেন্ড = ১২০ সেকেন্ড + ২৪ সেকেন্ড = ২ মিনিট ২৪ সেকেন্ড। সুতরাং, ২ মিনিট ২৪ সেকেন্ড পর তারা মিলিত হবে।
সর্বনিম্ন সারি (Rows) পেতে হলে প্রতিটি সারিতে সর্বোচ্চ সংখ্যক গাছ রাখতে হবে। প্রতি সারিতে গাছের সংখ্যা হবে ২১, ৪২ ও ৫৬ এর গ.সা.গু। ২১, ৪২ ও ৫৬ এর গ.সা.গু = ৭। অর্থাৎ, প্রতি সারিতে ৭টি করে গাছ থাকবে। আম গাছের সারি = ২১ / ৭ = ৩টি আপেল গাছের সারি = ৪২ / ৭ = ৬টি কমলা গাছের সারি = ৫৬ / ৭ = ৮টি মোট সারি = ৩ + ৬ + ৮ = ১৭টি। সুতরাং, সর্বনিম্ন ১৭টি সারির প্রয়োজন।
The number of liters in each can = HCF of 80, 144 and 368 = 16 liters. Number of cans of Maaza = 368/16 = 23 Number of cans of Pepsi = 80/16 = 5 Number of cans of Sprite = 144/16 = 9 The total number of cans required = 23 + 5 + 9 = 37 cans.
Let the numbers be a and b. We know that product of two numbers = Product of their HCF and LCM Then, a + b = 55 and ab = 5 x 120 = 600. => The required sum = (1/a) + (1/b) = (a+b)/ab =55/600 = 11/120
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।