Inequality (24 টি প্রশ্ন )
প্রশ্নে দেওয়া আছে যে 0 < x < 1। এই শর্তে আমাদের বিভিন্ন সংখ্যাগুলোকে আরোহী ক্রমে সাজাতে হবে।

যখন 0 < x < 1, তখন:
- x² < x (কারণ ভগ্নাংশকে বর্গ করলে তার মান আরও ছোট হয়)
- √x > x (কারণ ভগ্নাংশের বর্গমূল তার চেয়ে বড় হয়)
- x³ < x² (কারণ ভগ্নাংশকে ঘনে উত্তোলন করলে তার মান আরও ছোট হয়)

সুতরাং, আরোহী ক্রম হবে: x³ < x² < x < √x

উত্তরের অপশন গুলো দেখে, B) x² < x < √x সঠিক আরোহী ক্রম দেখাচ্ছে।

উত্তর: B) x² < x < √x
ধরি,
x = -0.5
2x = -1
x³ = -0.125 
৪<x<৬ দ্বারা বুঝায় যে, x দ্বারা এর মান ৪ থেকে বড় থেকে ৬ থেকে ছোট হবে।
A. x>8 যা সত্য 
B. x=৬ যা মিথ্যা
C. x=৫ যা সত্য [∴৫<৬] 
D. x=৪.৫ যা সত্য [∴৪.৫<৬]
(প্রশ্ন- 3x – 2 > 7 এবং 4x – 13 > 15 অসমতাদ্বয়কে সমর্থন করে x এর এমন মানগুলোর জন্য রেঞ্জ বের করুন)

3x – 2 > 7
বা, 3x – 2 + 2 > 7 + 2  [ ২ যোগ করে ]
বা, 3x > 9 বা, x > 9/3
অতএব x > 3  

আবার,
4x – 13 > 15
বা, 4x – 13 + 13 > 15 + 13 [১৩ যোগ করে ]
বা, 4x > 28 , বা,  x > 28/4
অতএব  x > 7
যেহেতু 7 > 3
সেহেতু  x > 7 অসমতাটি x > 3 কেও সমর্থন করে।
x – 9 > 3x + 1
বা, 3x + 1 < x – 9
বা, 3x – x < – 9 – 1
বা, 2x < – 10  [২ দ্বারা ভাগ করে ]
বা, x < – 5
 অতএব x < –5
(প্রশ্ন-একটি কাগজের ক্ষেত্রফল 48 বর্গ সেমি। একটি আয়তক্ষেত্রাকার টুকরো x সেমি লম্বা এবং 6 সেমি চওড়া এটি থেকে কেটে ফেলা হয়। x এর সম্ভাব্য মান কি?)

দেওয়া আছে, কাগজের ক্ষেত্রফল =৪৮ সেমি
আয়তাকার টুকরার দৈর্ঘ্য x সেমি এবং প্রস্থ ৬ সেমি  
অতএব আয়তাকার টুকরার ক্ষেত্রফল < কাগজের ক্ষেত্রফল
বা,দৈর্ঘ্য× প্রস্থ <৪৮
বা,x × ৬ <৪৮
বা, x < ৮

আবার,দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হবে
অর্থাৎ x>৬ এবং x<৮
 ৬< x<৮ প্রদত্ত শর্ত
দেওয়া আছে,  x = 6

(a) x – 4 = 6 – 4 = 2 > 0
(b) x – 4 = 6 – 4 = 2 e 0
(c) x – 4 =6 – 4 = 2≠0
(d) x = 6  অতএব x ≠ 4
(প্রশ্ন-c এর ঋণাত্মক মানের জন্য a < b হলে নিচের কোনটি সঠিক?)

দেওয়া আছে, a<b এবং  c ঋণাত্মক অর্থাৎ  c>0
অতএব,
 1/a > 1/b [ব্যস্তকরণ করে ]
or.c/a < c/b [ <c<b তাই c উভয়পক্ষকে গুন করায় অসমতার দিক বদল হয়েছে ]
or,a/c > b/c
 

1/3x-1 ≥ 1/5        3x-1≤ 5 { বিপরীত করন করলে চিহ্ন উলতে যায়}        3x≤6          x≤2


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

-1-3x≥14

or, -3x≥15

or, 3x≤-15 or, x≤-5


 

solve ll the eqution by putting  x=2 and y=3 here, i) 2+3/2=2.5 ,which is always greater than x and less than y


 

x এর highest value 8 এর কম এবং y  এর highest value 11 এর কম

xy এর highest value (8×11) =88এর কম এবং y  এর highest value (3×5) = 15  এর বেশি

15 < xy < 88

 


 

2x >5x-18 or,-3x>-18 or,x>6


 

(n2+ 7n-3) <(n2+ 5n+ 9)

2n < 12

n<6

n=5 is the largest integer


 

x+y=z

2x+2y=2z

2y=2z-2x

2y=z+z-2x

2y-z=z-2x


 

y=13 and x =-8

13-(-8) = 21 





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

(2 +√x)>2√x

2˃2√x-√x

2˃√x

4˃x

x˂4






সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0