Triangle (95 টি প্রশ্ন )
প্রশ্নে বলা হচ্ছে, একটি ত্রিভুজের পরিসীমা ১৩। ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য x এবং (x + 1) হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?

ধরি, বৃহত্তর বাহু = p
প্রশ্নানুসারে, p + (x + x + 1) = 13

আমরাজানি, ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

এখানে দুই বাহু মানে (2x + 1) হবে বৃহত্তর বাহু p অপেক্ষা বৃহত্তর ।

এই শর্তানুযায়ী অপশন c) 8 হবে না।

কারণ, বৃহত্তর বাহু = 8 হলে বাকি দুই বাহুর সমষ্টি হবে 5. অপশন a) বৃহত্তর বাহু হবে না কারণ, 2 যদি বৃহত্তর বাহু হয় তাহলে বাকি দুই বাহুর প্রত্যেকটি 2 থেকে বড় হয়। যা গ্রহণযোগ্য নয় ।

∴ বৃহত্তর বাহু হবে অর্থাৎ 6
ধরি, ত্রিভুজের তিনটি কোণ হলো x, y এবং z।

প্রশ্নমতে, x = 3y এবং z = y + 20

আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
সুতরাং, x + y + z = 180
বা, 3y + y + (y + 20) = 180
বা, 3y +y + y + 20 = 180
বা, 5y + 20 = 180
বা, 5y = 160
বা, y = 160/5
বা, y = 32

∴ দ্বিতীয় কোণের মান হলো ৩২ ডিগ্রি
পূরক কোণের ক্ষেত্রে ,অপর কোণটি =90-52=38⁰
এক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রটি হলো 'ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর'।
- এখানে বৃহত্তর বাহু 7cm হলে অপর দুই বাহুর সমষ্টি অবশ্যই 7cm এর বেশি হতে হবে, এখন একটি যদি 4cm হয় তাহলে অন্যটি 3cm এর চেয়ে বেশি হতে হবে।
-৯০° অপেক্ষা বড় এবং ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে। 
-অন্যভাবে বললে, এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।

(প্রশ্ন- তিনটি বাহুর দৈর্ঘ্য নীচে দেওয়া হল। কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা যাবে?)

জানা আছে,কোনো ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সর্বদা বৃহত্তম হবে।

(a) 5 + 6 > 7 ;সুতরাং 5 cm, 6 cm ও  7 cm বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে।
(b) 3 + 4 = 7; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।
(c) 5 + 7 < 14; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।
) 2 + 4 > 8; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।
চিত্র হতে পাই,
 ∠POC =  ∠POQ –  ∠COQ
কিন্তু ∠POQ = 135°
∠COQ = 90°
 অতএব ∠POC = 135° – 90° = 45°

দেওয়া আছে,
AB = 12 cm
BC = 5 cm
∠B = 90°
পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
AC2 = AB2 + BC2
 অতএব AC = √(AB2 + BC2)
= √(122 + 52) = √169 = 13 cm.
ABC ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলে,
ত্রিভুজটির ∠A = ∠B = ∠C = 60°
অতএব  ∠ACD =  ∠C এর সম্পূরক কোণ
= 180° –  ∠C
= 180° – 60° = 120°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সূক্ষকোণদ্বয়ের সমষ্টি =৩০°+৬০°=৯০°
দুই কোণের সমষ্টি ৯০ হলে কোণদ্বয় পরস্পরের পূরক কোণ।
তাহলে সমষ্টির পূরক কোণ =৯০° -৯০° =০°

 

suppose , angle =X then, its complement = 90-x here, x= (90-x)/2   or, x=30






 

area of right triangle =1/2 x multiplication of length  of two legs=1/2 x 3 x4 =6


 

the sum of two supplementary angles are- 1800


 

 x° = 120°  CP=BP

∠ BCP=60°=∠ CBP

y+∠ BCP+∠ CBP=180°

y=60°

 

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

12k =36 

k = 3

perimeter = 9k+6k+12k = 27k = 27×3=81



 

বড় অংশের দীর্ঘ =x ছোট অংশের দীর্ঘ = 49-x

পিথাগোরাসের মতে , 412=(49-X)2+x2 or, x2-49x+360=0 or,x2-49x+360=0 or,x2-40x-9x+360=0 or,(x-40)(x-9)=0 or, x=40,9  









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0