একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option D
একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে (৬)৩ = ২১৬ টি।
প্রতিবারে একই সংখ্যা আসার অনুকূল ফলাফল ৬টি।
যথা: ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫, ৬৬৬
∴ নির্ণেয় সম্ভাবনা = ৬/২১৬ = ১/৩৬