প্রতিরক্ষা মন্ত্রণালয় (সহকারী পরিচালক) - ০৩.০২.২০২৩ (100 টি প্রশ্ন )
bounder হচ্ছে একটি adjective .এটি অর্থ আবদ্ধ
দারিদ্র্য কবিতাটি  'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ সালে ।
-বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম
-তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
-তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।     l


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। স্বাধীনতা যুদ্ধকালীন সাব সেক্টরের সংখ্যা ছিল ৬৪ টি ।
যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারে ৬.৭ কেজি।
x²-8x-8y+16+y²
=x²+y²+(-4)²+2.x.y+2.y(-4)+2(-4)x-2xy
=(x+y-4²)-2xy
অতএব , পূর্ণ বর্গ করতে হলে 2xy যোগ করতে হবে ।
কারণ (x+y-4)² আকারে তৈরি করতে (2xy) যোগ করা হয়েছে।
অর্থাৎ x²-8x-8y+16+y² এর সাথে 2xy যোগ করে পূর্ণ বর্গ (x+y-4)²

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''     ''       = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''       = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০)/(১০০×৮৮)
                                            = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮)/১১
                                         = ৪ টি মার্বেল


শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়,
শওকত ওসমান রচিত উপন্যাস:
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- চৌরসন্ধি ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

নিম্ন মধ্যবিত্তের জীবন নিয়ে ‘শঙ্খনীল কারাগার’ লেখেন হুমায়ূন আহমেদ। 
 bounty-অনুগ্রহ
generosity-উদারতা
familiar-পরিচিত
sympathy -সহানুভূতি




রেলওয়ে সূত্রমতে, দীর্ঘ ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর থেকে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু হয়, যা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-মরুভাস্কর কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
-এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে।
-হজরত মোহাম্মদ সঃ এর জীবনী নিয়ে চারটি সর্গে ১৮ টি খণ্ড-কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।


A bad egg= a person who is bad, dishonest, or unreliable; a good-for-nothing.

দেওয়া আছে,
x - 1/x = 1

আমরা জানি,
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3 × 1
= 1 + 3
= 4


Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

১০ ও ১৫ এর ল, সা, গু = ২×৩×৫ = ৩০ সুতরাং ৩০ মিনিট পর ঘড়ি দিটি আবার একত্রে বাজবে।
এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে । এখানে এমন কোনো context নেই যা মাত্রাতিরিক্ত (to a greater degree) বোঝায়।

Option (খ) too much ও  Option (গ) much too দ্বারা বেশি মাত্রায় কোনো কিছু বোঝায় এবং একটা implied comparison - এর ব্যবহার আসে।

Option (ঘ) excessive একটি adjective ।

 Very একটি adverb যা sweet (adjective ) - কে modify করার জন্য একটি adverb দরকার। তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক। 
Franchise ( কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার; জনাধিকার ) এর সমার্থক শব্দ Privilege (অসামান্য অধিকার, প্রাধিকার ) । অন্যদিকে utility অর্থ উপযোগ, উপযোগিতা, frankness অর্থ অকপটা, অমায়িকতা,আর Superficial অর্থ অগভীর , বাহ্য।
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে ।যেমন: লাল>নাল,শরীর >শরীল ।
অন্য অপশনগুল্মঃ
- লাফ>ফাল (ধ্বনি বিপর্যয় ) ;
- প্রীতি>পিরীতি (স্বরভক্তি ) ;
- দেশি>দিশি (পরাগত স্বরসঙ্গতি ।
যথাক্রমে একবং ও সমষ্টিগত অর্থে Fish (মাছ) Singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যাদের উভয় রূপই এক। যেমন: Deer, dozen, apparatus, sheep, score, furniture ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। বাক্যকে ভাষার মূল উপকরণ, বৃহত্তম একক ও ভাষার ছাদ বলা হয়।
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে। 
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
৩  টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর     "         ১/৩ টাকা

আবার ২ টি লেবুর বিক্রয়মূল্য   ১ টাকা
অতএব  ১ টি  "             "         ১/২ টাকা
অতএব লাভ= বিক্রয়মূল্য -ক্রয়মূল্য
                  =(১/২)-(১/৩)
                   =(৩-২)/৬
                   =১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১          "         "      " (১×৩)/৬ টাকা
১০০     "        "      " (৩×১০০)/৬ "
                                =৫০ টাকা

একুশের প্রথম পর্বে রচিত আবদুল গাফ্ফার চৌধুরীর অমর কবিতা ‘একুশে ফেব্রুয়ারি’। কবিতাটিতে প্রথমে সুর দিয়েছিলেন গীতিকার-সুরকার ও শিল্পী আবদুল লতিফ (১৯২৭-২০০৫)। পরবর্তী সময়ে এতে সুর-যোজনা করেন আর এক মহৎ সুরস্রষ্টা আলতাফ মাহমুদ।
ধর্ম অধ্যায়ন হলো theology যার ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি বা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা ।

পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে। সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন’ নাম দিয়েছেন।

DNA ভাইরাসঘটিত রোগ :
(১) স্মলপক্স (গুটিবসন্ত),
(২) চিকেনপক্স (জলবসন্ত)।
painter-চিত্রশিল্পী
calligraphy-সুন্দর লিখনবিষয়ক বিদ্যা
draftsman-খসড়া প্রণয়নকারী ব্যক্তি
paleography-প্রাচীন প্রস্তুর যুগ সম্পর্কিত বিদ্যা
বাক্যের অর্থঃসুন্দর লিখন বিষয়ক বিদ্যাকে Calligraphy বলে।
লোন নল একজন কম্বোডিয়ান রাজনীতিবিদ এবং সামরিক কমান্ডার ছিলেন যিনি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭০ সালে প্রিন্স নরোডম সিহানুকের বিরুদ্ধে একটি সফল অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং খেমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে কম্বোডিয়ার রাজতন্ত্র বিলুপ্ত করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ডিমে ভিটামিন সি নেই । ডিমের মধ্যে ভিটামিন- A, B, D ও E বিদ্যামান রয়েছে । ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0