স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কার্যসহকারী) - ২৪.০২.২০২৩ (70 টি প্রশ্ন )
o বাদে যে কোনো বাস্তব সংখ্যাকে ০ দ্বারা ভাগ করলে ভাগফল হবে অসীম।
- ‘কোনোকিছু সমাধান করা' অর্থে solution এর পরে preposition হিসেবে to বসে।
- Do you know any solution to the problem? তুমি কি এই সমস্যার কোনো সমাধান জান?
• Opaque (অস্বচ্ছ/অস্পষ্ট) এর antonym হচ্ছে transparent (স্বচ্ছ/স্পষ্ট)।
• Feverish- অতিব্যাকুল;
• monstrous- কিম্ভুতকিমাকার;
• inclined- অবনত হওয়া।

বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাস সমূহ:

নাইট্রোজেন (N2): 78.02%
অক্সিজেন (O2): 20.71%
আর্গন (Ar): 0.80%
কার্বন ডাইঅক্সাইড (CO2): 0.03%
জলীয় বাষ্প: 0.41%
ধূলিকণা: 0.01%
ওজোন, মিথেন, হিলিয়াম প্রভৃতি: 0.02%
মোট: 100%



মনে করি, ABCD একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য = AB = CD =x 
দেওয়া আছে, কর্ণ, AC = 15 মি.
এবং, প্রস্থ, BC = AD = 10 মি।
এখন, ABC সমকোণী ত্রিভুজে -
AC2 = AB2+BC2
বা, 152 = x2+102
বা, x2 = 152-102
বা, x2 = 225-100
বা, x2 = 125
বা, x=√25×5
∴x= 5√5
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = 10 × 5√5 = 50√5
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি। এগুলো হলো- আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।
বিসর্গ সন্ধির নিয়মানুসারে, অ-ধ্বনির পরস্থিত (অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ+ঃ+অ মিলে ও-কার হয়। যেমন: ততঃ+অধিক = ততোধিক, বয়ঃ+অধিক = বয়োধিক
মনে করি, সংখ্যাটি = x
শর্তমতে, x2-√x = 78
option test, 
(a) 62 - √6 ≠ 78
(b)92-√9 ≠ 81-3 = 78(√)


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৫ টাকা ২৫ টাকার শতকরা = ১৫/২৫×১০০% = ৬০%

- বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়।
- এর মধ্যে মুক্তিযুদ্ধে প্রথম শহিদ হন মুন্সি আবদুর রউফ।
- তিনি ৮ এপ্রিল, ১৯৭১ সালে রাঙ্গামাটির নানিয়ার চরে শহিদ হন।
- দ্বিতীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ মোস্তফা কামাল ১৮ এপ্রিল, ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় শহিদ হন।
যে কোনো ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০।
সাধারণত 'দুইয়ের কোনটিই নয়/দুই জনের কেউই নয়' অর্থে pronoun হিসেবে neither ব্যবহৃত হয়। সাধারণত Formal writing-এ এটি singular verb গ্রহণ করে। তবে informal ব্যবহারের ক্ষেত্রে এটি plural verb-ও গ্রহণ করে। যেমন: Neither of them is/are ready. সুতরাং শূন্যস্থানে neither বসবে। বাক্যটির অর্থ- তারা দুইভাই কিন্তু তাদের কেউই সৎ ছিল না।
William Shakespeare এর বিয়োগাত্মক নাটকগুলোর মধ্যে Othello (1604) অন্যতম। নাটকের প্রধান দুটি চরিত্র হচ্ছে Othello এবং lago। Othello হচ্ছে ভেনিসের একজন Moorish Captain আর তাকে। কেন্দ্র করেই এ নাটকটি লেখা হয়েছে। 'মুর' শব্দটি এসেছে। গ্রিক শব্দ ‘মোরস’ থেকে যার অর্থ 'কালো'। পূর্ব আফ্রিকার কৃষ্ণবর্ণের যাযাবর জাতির একটি অংশকে মুর বলা হত। এদের বিস্তৃতি ছিল মিশর থেকে মরক্কো পর্যন্ত।
   ৯২২০।৯৬
   ৮১    ।
   -------
১৮৬। ১১২০
      । ১১১৬
       --------
              ৪

কমপক্ষে ৪ জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে

বর্গাকারে সাজানো যাবে।

 

প্রকৃত কোষের সাইটোপ্লাজমে পরিবেষ্টিত অধিকতর অথবা উপবৃত্তাকার, অস্বচ্ছ, অপেক্ষাকৃত স্পষ্ট এবং বংশগতীয় পদার্থ (DNA) ধারণকারী ক্ষুদ্রাঙ্গকে বলা হয় নিউক্লিয়াস। স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী Robert Brown (১৮৩১) সর্বপ্রথম অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। গঠনগতভাবে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত- নিউক্লিয়ার মেমব্রেন; নিউক্লিওপ্লাজম; নিউক্লিওলাস ও ক্রোমাটিন।

নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য নিউক্লিয়াস ‘কোষের প্রাণ’ ও ‘কোষের মস্তিষ্ক' বলা হয়। অন্যদিকে, কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও কোষের সকল জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্যে প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গানুগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তিঘর বলা হয়।
শুদ্ধ বানান: Achievement (অর্জন)।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পার্থক্য⇒৩, ৬, ১২, ২৪, ৪৮
অর্থাৎ ৫৩ + ৪৮ = ১০১
‘বল্কল' শব্দের অর্থ বাকল, গাছের ছাল, বৃক্ষত্বক।
যে সব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। আর এ প্রতিষ্ঠানের পদগুলো সাংবিধানিক পদ নামে অভিহিত। সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান হলোঃ
- কমিশনার (বাংলাদেশ নির্বাচন কমিশন),
- চেয়ারম্যান (বাংলাদেশ সরকারি কর্মকমিশন),
- অ্যাটর্নি জেনারেল (অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়),
- জাতীয় সংসদ সচিবালয়,
- কম্পট্রোলার ও অডিটর জেনারেল (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়)।

এ ছাড়া আরোও কিছু সাংবিধানিক পদ হলো- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ, স্পীকার, সংসদ সদস্য ও বিচারপতি।
m4+(1/m)4 
= {m2+(1/m)2}2 - 2.m2.(1/m)2
= [{m-(1/m)}2 + 2.m.(1/m)]2 - 2
= (22+2)2 - 2
= 62- 2
= 34
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, শ, হ থাকলে ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্ + সার = সংসার, সম্ +যম = সংযম।
১০ ×০.০২ x ০.০০০১ = ০.০০০০২

শব্দের শেষে নির্ধারিত কিছু suffixes ব্যবহার করে noun গঠন করা যায়। যেমন: tion, ment, ness, hood, ship, ism, sion, cy, nce ইত্যাদি।
‘বিহিত করা/যথাযথ ব্যবস্থা নেয়া' অর্থে deal এর পরে preposition হিসেবে with বসে। We have to deal with our problem সমস্যাটির যথাযথ ব্যবস্থা আমাদের নিতে হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Tag question এর নিয়মানুযায়ী Past indefinite tense যুক্ত বাক্যের question tag হচ্ছে didn't + sub.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0