স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কার্যসহকারী) - ২৪.০২.২০২৩ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
o বাদে যে কোনো বাস্তব সংখ্যাকে ০ দ্বারা ভাগ করলে ভাগফল হবে অসীম।
i
ব্যাখ্যা (Explanation):
- ‘কোনোকিছু সমাধান করা' অর্থে solution এর পরে preposition হিসেবে to বসে।
- Do you know any solution to the problem? তুমি কি এই সমস্যার কোনো সমাধান জান?
i
ব্যাখ্যা (Explanation):
• Opaque (অস্বচ্ছ/অস্পষ্ট) এর antonym হচ্ছে transparent (স্বচ্ছ/স্পষ্ট)।
• Feverish- অতিব্যাকুল;
• monstrous- কিম্ভুতকিমাকার;
• inclined- অবনত হওয়া।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাস সমূহ:

নাইট্রোজেন (N2): 78.02%
অক্সিজেন (O2): 20.71%
আর্গন (Ar): 0.80%
কার্বন ডাইঅক্সাইড (CO2): 0.03%
জলীয় বাষ্প: 0.41%
ধূলিকণা: 0.01%
ওজোন, মিথেন, হিলিয়াম প্রভৃতি: 0.02%
মোট: 100%

i
ব্যাখ্যা (Explanation):

মনে করি, ABCD একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য = AB = CD =x 
দেওয়া আছে, কর্ণ, AC = 15 মি.
এবং, প্রস্থ, BC = AD = 10 মি।
এখন, ABC সমকোণী ত্রিভুজে -
AC2 = AB2+BC2
বা, 152 = x2+102
বা, x2 = 152-102
বা, x2 = 225-100
বা, x2 = 125
বা, x=√25×5
∴x= 5√5
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = 10 × 5√5 = 50√5
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি। এগুলো হলো- আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।
i
ব্যাখ্যা (Explanation):
বিসর্গ সন্ধির নিয়মানুসারে, অ-ধ্বনির পরস্থিত (অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ+ঃ+অ মিলে ও-কার হয়। যেমন: ততঃ+অধিক = ততোধিক, বয়ঃ+অধিক = বয়োধিক
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, সংখ্যাটি = x
শর্তমতে, x2-√x = 78
option test, 
(a) 62 - √6 ≠ 78
(b)92-√9 ≠ 81-3 = 78(√)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
১৫ টাকা ২৫ টাকার শতকরা = ১৫/২৫×১০০% = ৬০%
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়।
- এর মধ্যে মুক্তিযুদ্ধে প্রথম শহিদ হন মুন্সি আবদুর রউফ।
- তিনি ৮ এপ্রিল, ১৯৭১ সালে রাঙ্গামাটির নানিয়ার চরে শহিদ হন।
- দ্বিতীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ মোস্তফা কামাল ১৮ এপ্রিল, ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় শহিদ হন।
i
ব্যাখ্যা (Explanation):
যে কোনো ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত 'দুইয়ের কোনটিই নয়/দুই জনের কেউই নয়' অর্থে pronoun হিসেবে neither ব্যবহৃত হয়। সাধারণত Formal writing-এ এটি singular verb গ্রহণ করে। তবে informal ব্যবহারের ক্ষেত্রে এটি plural verb-ও গ্রহণ করে। যেমন: Neither of them is/are ready. সুতরাং শূন্যস্থানে neither বসবে। বাক্যটির অর্থ- তারা দুইভাই কিন্তু তাদের কেউই সৎ ছিল না।
i
ব্যাখ্যা (Explanation):
William Shakespeare এর বিয়োগাত্মক নাটকগুলোর মধ্যে Othello (1604) অন্যতম। নাটকের প্রধান দুটি চরিত্র হচ্ছে Othello এবং lago। Othello হচ্ছে ভেনিসের একজন Moorish Captain আর তাকে। কেন্দ্র করেই এ নাটকটি লেখা হয়েছে। 'মুর' শব্দটি এসেছে। গ্রিক শব্দ ‘মোরস’ থেকে যার অর্থ 'কালো'। পূর্ব আফ্রিকার কৃষ্ণবর্ণের যাযাবর জাতির একটি অংশকে মুর বলা হত। এদের বিস্তৃতি ছিল মিশর থেকে মরক্কো পর্যন্ত।
i
ব্যাখ্যা (Explanation):
   ৯২২০।৯৬
   ৮১    ।
   -------
১৮৬। ১১২০
      । ১১১৬
       --------
              ৪

কমপক্ষে ৪ জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে

বর্গাকারে সাজানো যাবে।

 
i
ব্যাখ্যা (Explanation):
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে পরিবেষ্টিত অধিকতর অথবা উপবৃত্তাকার, অস্বচ্ছ, অপেক্ষাকৃত স্পষ্ট এবং বংশগতীয় পদার্থ (DNA) ধারণকারী ক্ষুদ্রাঙ্গকে বলা হয় নিউক্লিয়াস। স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী Robert Brown (১৮৩১) সর্বপ্রথম অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। গঠনগতভাবে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত- নিউক্লিয়ার মেমব্রেন; নিউক্লিওপ্লাজম; নিউক্লিওলাস ও ক্রোমাটিন।

নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য নিউক্লিয়াস ‘কোষের প্রাণ’ ও ‘কোষের মস্তিষ্ক' বলা হয়। অন্যদিকে, কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও কোষের সকল জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্যে প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গানুগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তিঘর বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানান: Achievement (অর্জন)।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
পার্থক্য⇒৩, ৬, ১২, ২৪, ৪৮
অর্থাৎ ৫৩ + ৪৮ = ১০১
i
ব্যাখ্যা (Explanation):
‘বল্কল' শব্দের অর্থ বাকল, গাছের ছাল, বৃক্ষত্বক।
i
ব্যাখ্যা (Explanation):
যে সব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। আর এ প্রতিষ্ঠানের পদগুলো সাংবিধানিক পদ নামে অভিহিত। সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান হলোঃ
- কমিশনার (বাংলাদেশ নির্বাচন কমিশন),
- চেয়ারম্যান (বাংলাদেশ সরকারি কর্মকমিশন),
- অ্যাটর্নি জেনারেল (অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়),
- জাতীয় সংসদ সচিবালয়,
- কম্পট্রোলার ও অডিটর জেনারেল (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়)।

এ ছাড়া আরোও কিছু সাংবিধানিক পদ হলো- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ, স্পীকার, সংসদ সদস্য ও বিচারপতি।
i
ব্যাখ্যা (Explanation):
m4+(1/m)4 
= {m2+(1/m)2}2 - 2.m2.(1/m)2
= [{m-(1/m)}2 + 2.m.(1/m)]2 - 2
= (22+2)2 - 2
= 62- 2
= 34
i
ব্যাখ্যা (Explanation):
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, শ, হ থাকলে ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্ + সার = সংসার, সম্ +যম = সংযম।
i
ব্যাখ্যা (Explanation):
১০ ×০.০২ x ০.০০০১ = ০.০০০০২
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
শব্দের শেষে নির্ধারিত কিছু suffixes ব্যবহার করে noun গঠন করা যায়। যেমন: tion, ment, ness, hood, ship, ism, sion, cy, nce ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
‘বিহিত করা/যথাযথ ব্যবস্থা নেয়া' অর্থে deal এর পরে preposition হিসেবে with বসে। We have to deal with our problem সমস্যাটির যথাযথ ব্যবস্থা আমাদের নিতে হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Tag question এর নিয়মানুযায়ী Past indefinite tense যুক্ত বাক্যের question tag হচ্ছে didn't + sub.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0