উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো - [অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক] - ২৫.০৭-২০২৫ (79 টি প্রশ্ন )
যেহেতু, বিক্রয়মূল্য = ৯৯০ টাকা এবং ক্ষতি = ১০%
ক্রয়মূল্য থেকে ১০% ক্ষতি হলে বিক্রয়মূল্য হবে ক্রয়মূল্যের ৯০%

অর্থাৎ, ৯৯০ = ক্রয়মূল্য × (৯০/১০০)
বা, ৯৯০ = ক্রয়মূল্য × ০.৯০
∴ ক্রয়মূল্য = ৯৯০ ÷ ০.৯০
= ১১০০ টাকা

ক্রয়মূল্য = ১১০০ টাকা
বিক্রয়মূল্য = ৯৯০ টাকা
ক্ষতি = ১১০০ - ৯৯০ = ১১০ টাকা
ক্ষতির শতকরা হার = (১১০ ÷ ১১০০) × ১০০% = ১০%
প্রথম পাইপ প্রতি মিনিটে পূরণ করে = 1/20
দ্বিতীয় পাইপ প্রতি মিনিটে পূরণ করে = 1/24
তিনটি পাইপ একসাথে প্রতি মিনিটে পূরণ করে = 1/15

তাহলে,
বর্জ্য পাইপ প্রতি মিনিটে যতটুকু পানি খালি করছে, 
= 1/15 - (1/20 + 1/24)
= 1/15 - 11/120
= -1/40 (- চিহ্ন মানে ট্যাংক খালি করছে)

এখন বলা হয়েছে, এই বর্জ্য পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি খালি করে।
অর্থাৎ 1/40 অংশ = ৩ গ্যালন

তাহলে পুরো ট্যাংকের ধারণক্ষমতা = 3 × 40 = 120 গ্যালন

ধরি, স্কুলের মোট ছাত্র সংখ্যা = x

তাহলে,
৮ বছরের নিচে ছাত্র = ২০% × x = (২০/১০০) × x = x/5

এখন,
৮ বছরের বয়সী ছাত্র = ৪৮ (প্রশ্নে দেওয়া)
৮ বছরের বেশি বয়সী ছাত্র = ২/৩ × ৪৮ = ৩২

তাহলে মোট ছাত্র =
৮ বছরের নিচে + ৮ বছরের বয়সী + ৮ বছরের বেশি
= (x/5) + ৪৮ + ৩২
= (x/5) + ৮০

এখন, 

(x/5) + ৮০ = x
⇒ x - (x/5) = ৮০
⇒ (5x - x)/5 = ৮০
⇒ 4x/5 = ৮০
⇒ 4x = ৮০ × ৫ = ৪০০
⇒ x = ৪০০ ÷ ৪ = ১০০


২৪, ১২, ৩৬, ১৮, ৫৪, ...

এটি দুটি আলাদা উপধারার সমন্বয়:

বিজোড় অবস্থানের সংখ্যাগুলো (১ম, ৩য়, ৫ম):
২৪, ৩৬, ৫৪
⇒ ৩৬ ÷ ২৪ = ১.৫
⇒ ৫৪ ÷ ৩৬ = ১.৫
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার ১.৫ গুণ

জোড় অবস্থানের সংখ্যাগুলো (২য়, ৪র্থ, ৬ষ্ঠ):
১২, ১৮, ?
⇒ ১৮ ÷ ১২ = ১.৫
একই নিয়মে পরবর্তী সংখ্যা = ১৮ × ১.৫ = ২৭

যাচাইঃ 
বিজোড় অবস্থান: ২৪ → ৩৬ → ৫৪ (×১.৫)
জোড় অবস্থান: ১২ → ১৮ → ২৭ (×১.৫)
উত্তর: C) ২৭
২৩) ১০৫৬ ( ৪৫ 
         ৯২ 
_____________
         ১৩৬ 
         ১১৫ 
______________
           ২১ 

∴ নির্ণেয় সংখ্যা = ২৩ - ২১ = ২
৩ বছর পূর্বে - 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে -
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর
= ৪০ বছর
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর
= ৫০ বছর

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর
= ৪০ বছর। 
ধরি,
দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
⇒ প্রাথমিক ক্ষেত্রফল = ক × খ = কখ

প্রতিটি পাশ ২০% বাড়ালে:
নতুন দৈর্ঘ্য = ১.২০ × ক
নতুন প্রস্থ = ১.২০ × খ

⇒ নতুন ক্ষেত্রফল = ১.২০ × ক × ১.২০ × খ = ১.৪৪ কখ

তাহলে,
ক্ষেত্রফলের বৃদ্ধি = ১.৪৪ কখ − কখ = ০.৪৪ কখ
⇒ শতকরা বৃদ্ধি = (০.৪৪ কখ ÷ কখ) × ১০০% = ৪৪%
প্রাথমিক মিশ্রণ:
৩ অংশ পানি + ৫ অংশ সিরাপ = মোট ৮ অংশ
⇒ পানির অনুপাত = ৩/৮, সিরাপের অনুপাত = ৫/৮

ধরি, পাত্র থেকে x অংশ মিশ্রণ ফেলা হলো।
⇒ অবশিষ্ট সিরাপ = (৫/৮)(1 - x)

তারপর ফেলা অংশের জায়গায় শুধু পানি যোগ করা হয়েছে।

নতুন মিশ্রণে:
সিরাপ = ১/২
পানি = ১/২

তাহলে সমীকরণ দাঁড়ায়:
(৫/৮)(1 - x) = ১/২
⇒ ৫(1 - x) = ৪
⇒ ৫ - ৫x = ৪
⇒ ৫x = ১
⇒ x = ১/৫
ধরি,
তিনটি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যা x, x + ২ এবং x + ৪

প্রশ্নমতে,
৩x = ২(x + ৪) + ৩
বা, ৩x = ২x + ৮ + ৩
বা, x = ১১

∴ তৃতীয় সংখ্যা ১১ + ৪ = ১৫

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি,
বর্তমানে ছেলের বয়স = x বছর
⇒ তাহলে বাবার বয়স = 5x বছর (প্রশ্ন অনুযায়ী)

তিন বছর আগে:
ছেলের বয়স = x - 3
বাবার বয়স = 5x - 3

প্রশ্ন অনুযায়ী:
তিন বছর আগে বাবার বয়স ছিল ছেলের থেকে ২৪ বছর বেশি
⇒ (5x - 3) = (x - 3) + ২৪
⇒ 5x - 3 = x + 21
⇒ 5x - x = 21 + 3
⇒ 4x = 24
⇒ x = 6

ছেলের বর্তমান বয়স = 6 বছর
তাহলে, ৩ বছর পর ছেলের বয়স = 6 + 3 = 9 বছর


ধরি, গড় গতি = x মাইল/ঘণ্টা

তাহলে,
প্রথম অংশে সময় = ১৮০ ÷ x
দ্বিতীয় অংশে সময় = ৩০০ ÷ x

শর্ত অনুযায়ী,
দ্বিতীয় অংশে ২ ঘণ্টা বেশি সময় লেগেছে

(৩০০ ÷ x) − (১৮০ ÷ x) = ২
⇒ (৩০০ − ১৮০) ÷ x = ২
⇒ ১২০ ÷ x = ২
⇒ x = ১২০ ÷ ২ = ৬০


ধরি, হার্ড ড্রাইভের মূল্য = x টাকা
⇒ মনিটর ও প্রিন্টারের মোট মূল্য = (৩/৪)x

এবং মোট মূল্য = হার্ড ড্রাইভ + মনিটর ও প্রিন্টার
⇒ x + (৩/৪)x = ২১০০
⇒ (৭/৪)x = ২১০০
⇒ x = (২১০০ × ৪) ÷ ৭ = ১২০০ টাকা (হার্ড ড্রাইভের মূল্য)

এখন,
মনিটর ও প্রিন্টারের মোট মূল্য = ২১০০ - ১২০০ = ৯০০ টাকা

ধরি, মনিটরের মূল্য = y টাকা
⇒ প্রিন্টারের মূল্য = y + ১২০ টাকা
⇒ y + (y + ১২০) = ৯০০
⇒ ২y + ১২০ = ৯০০
⇒ ২y = ৭৮০
⇒ y = ৩৯০

প্রিন্টারের মূল্য = ৩৯০ + ১২০ = ৫১০ টাকা


সর্বনিম্ন লাভ হবে তখন,
যখন প্রতিটি বই সর্বোচ্চ দামে কেনা হবে (১০০ টাকা করে),
এবং সর্বনিম্ন দামে বিক্রি হবে (১১০ টাকা করে)।

⇒ প্রতি বইয়ে লাভ = ১১০ − ১০০ = ১০ টাকা
⇒ ২০টি বইয়ে মোট লাভ = ২০ × ১০ = ২০০ টাকা


প্রতিদিন ৮ ঘন্টার স্বাভাবিক কাজের মজুরি = ৮ × ২৫০ = ২০০০ টাকা

অতিরিক্ত কাজ করেছে = ১১ − ৮ = ৩ ঘন্টা
অতিরিক্ত মজুরি প্রতি ঘণ্টায় = ২৫০ × ১.৫ = ৩৭৫ টাকা
৩ ঘন্টার অতিরিক্ত মজুরি = ৩ × ৩৭৫ = ১১২৫ টাকা

মোট মজুরি = স্বাভাবিক মজুরি + অতিরিক্ত মজুরি
⇒ মোট মজুরি = ২০০০ + ১১২৫ = ৩১২৫ টাকা


দেওয়া আছে:
মোট বিক্রয় = ২,২০,০০০ টাকা
কমিশনের হার = ৬%
কর্মীদের ভাগ = ২/৩ অংশ
শোরুমের ভাগ = ১/৩ অংশ

মোট কমিশন = ২,২০,০০০ × ৬% = ১৩,২০০ টাকা

∴ শোরুমের নীট কমিশন = ১৩,২০০ × ১/৩ = ৪,৪০০ টাকা

যাচাই:
কর্মীদের কমিশন = ১ৃ,২০০ × ২/৩ = ৮,৮০০ টাকা
শোরুমের কমিশন = ৪,৪০০ টাকা
মোট = ৮,৮০০ + ৪,৪০০ = ১৩,২০০ টাকা ✓

উত্তর: ৪,৪০০ টাকা
দেওয়া আছে:
চূড়ান্ত নির্বাচিত = ১২ জন
এটি বাছাইকৃতদের ৪০%
আবেদনকারীদের অর্ধেক অনলাইন পরীক্ষার জন্য বাছাই

অনলাইন পরীক্ষার জন্য বাছাইকৃত = ১২ × ১০০ ÷ ৪০ = ৩০ জন

∴ মোট আবেদনকারী = ৩০ × ২ = ৬০ জন

যাচাই:
মোট আবেদনকারীর অর্ধেক = ৩০ জন
তাদের ৪০% = ১২ জন ✓

উত্তর: ৬০ জন
দেওয়া আছে:
সেতুর দৈর্ঘ্য = ৭৭০ ফুট
প্রথম আরোহীর গতি = ১৫ ফুট/সেকেন্ড
দ্বিতীয় আরোহীর গতি = ২০ ফুট/সেকেন্ড

সমাধান: আপেক্ষিক গতি = ১৫ + ২০ = ৩৫ ফুট/সেকেন্ড (বিপরীত দিক থেকে আসায় গতি যোগ হবে)

∴ মিলিত হতে সময় = ৭৭০ ÷ ৩৫ = ২২ সেকেন্ড

যাচাই:
প্রথম আরোহী ২২ সেকেন্ডে যাবে = ৩৩০ ফুট
দ্বিতীয় আরোহী ২২ সেকেন্ডে যাবে = ৪৪০ ফুট
মোট = ৩৩০ + ৪৪০ = ৭৭০ ফুট 

উত্তর: ২২ সেকেন্ড
দেওয়া আছে:
- আবু ও বাবুর বিনিয়োগের অনুপাত = ৩ : ২
- মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয়
- আবু লভ্যাংশ হিসেবে পায় = ৮৫৫ টাকা

ধাপ ১: বিনিয়োগের অনুপাত 
- আবু : বাবু = ৩ : ২
- মোট অংশ = ৩ + ২ = ৫ অংশ

ধাপ ২: লাভ বণ্টন 
- সঞ্চিত = ৫%
- বণ্টিত = ১০০% - ৫% = ৯৫%

ধাপ ৩: আবুর ভাগ বের করি
- বণ্টিত লাভের মধ্যে আবু পায় = ৩/৫ অংশ
- আবুর লভ্যাংশ = ৮৫৫ টাকা

ধাপ ৪: মোট বণ্টিত লাভ বের করি
- যদি ৩/৫ অংশ = ৮৫৫ টাকা
- তাহলে পূর্ণ অংশ = ৮৫৫ × ৫/ৃ = ১৪২৫ টাকা

ধাপ ৫: মোট লাভ বের করি
- যদি ৯৫% = ১৪২৫ টাকা
- তাহলে ১০০% = (১৪২৫ × ১০০) ÷ ৯৫ = ১৫০০ টাকা

যাচাই:
- সঞ্চিত = ১৫০০ × ৫% = ৭৫ টাকা
- বণ্টিত = ১৫০০ - ৭৫ = ১৪২৫ টাকা
- আবুর ভাগ = ১৪২৫ × ৩/৫ = ৮৫৫ টাকা ✓
- বাবুর ভাগ = ১৪২৫ × ২/৫ = ৫৭০ টাকা

উত্তর: ব্যবসায়ের মোট লাভ ১৫০০ টাকা

- বাংলাদেশ মিলিটারি একাডেমি (Bangladesh Military Academy) বাংলাদেশের চট্টগ্রাম জেলার ভাটিয়ারীতে অবস্থিত।
- এটি চট্টগ্রাম শহরের কাছাকাছি, সীতাকুণ্ড পাহাড়ি এলাকা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত।
- এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার-ক্যাডেটদের প্রশিক্ষণের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।
- প্রথমে একাডেমিটি কুমিল্লা সেনানিবাসে স্থাপিত হলেও ১৯৭৬ সালে বর্তমান ভাটিয়ারি অঞ্চলে স্থানান্তরিত হয়।

- বাংলাদেশ মিলিটারি একাডেমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধিভুক্ত এবং এখানে প্রশিক্ষণার্থীরা তিন বছরের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
- একাডেমির আদর্শ শ্লোগান "চির উন্নত মোমো শির" — জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি প্রচ্ছন্ন কবিতার শ্লোগান।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সংবিধান প্রণয়ন কালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা হয়  এবং বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ-৯৬ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়েছে।
নিষিদ্ধ শহর নামে পরিচিত - লাসা
শহর নিষিদ্ধ দেশ নামে পরিচিত- তিব্বত
সকাল বেলার শান্তি বলা হয় - উত্তর কোরিয়াকে
সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত - জাপান
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর ৭ জুন পালিত হয়। এই দিবসটি খাদ্য নিরাপত্তা এবং সবাইকে পুষ্টিকর খাবার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সারা বিশ্বকে সচেতন করতে প্রতিষ্ঠিত হয়েছে।

- বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস (World Food Safety Day) প্রথমবারের মতো ২০১৯ সালে পালন করা হয়, এবং এটি প্রতি বছর ৭ জুন অনুষ্ঠিত হয়।
- এ দিবসের মাধ্যমে মানুষের খাদ্যে নিরাপত্তা বজায় রাখা এবং খাদ্যের মাধ্যমে সৃষ্ট রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করা হয়।
- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা মানে খাদ্যে কোনও ধরনের দূষণ বা ক্ষতিকর উপাদান থাকবে না, যা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
- খাদ্য নিরাপত্তার মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নটিকিয়ে রাখার পাশাপাশি খাদ্যের অপচয় কমানো সম্ভব হয়।

সুতরাং, এই দিবসটি খাদ্য নিরাপত্তার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যে পালিত হয়। প্রশ্নের অন্যান্য অপশনসমূহ সঠিক নয়, কারণ ৭ জুন নির্ধারিত দিনটি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে কার্যত প্রতিষ্ঠিত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। 

- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
- Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি
- প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।

এর উদ্দেশ্যঃ

  - দক্ষিন পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা।
  - আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। এছাড়াও সদস্যদেশগুলোর অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনের চেষ্টা। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।


Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সর্বশেষ সদস্য: আইভরি কোস্ট।)
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়: ১৫ আগস্ট ২০১২ সালে।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

উল্লেখ্য,
- মুসলমান প্রধান না হয়েও  OIC সদস্য দেশ: বেনিন, মোজাম্বিক, গায়ানা ,সুরিনাম, গ্যাবন, ও টোগো

উৎস: ওআইসি ওয়েবসাইট।
- ডেভেলপিং এইট বা ডি-৮ এর সদস্য নয় ইরাক

- D-8 (Developing Eight) একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যা উন্নয়নশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত। 

1. প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
- প্রতিষ্ঠা: D-8 প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- D-8 এর সচিবালয় অবস্থিত ইস্তাম্বুল, তুরস্কে।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক।
- প্রতিষ্ঠার উদ্যোগ: তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নেজমেত্তিন এরবাকান।

2. সদস্য দেশসমূহ
D-8 এর মূল আটটি সদস্য দেশ:
- বাংলাদেশ
- মিশর
- ইন্দোনেশিয়া
- ইরান
- মালয়েশিয়া
- নাইজেরিয়া
- পাকিস্তান
- তুরস্ক

• নতুন সদস্য: ১৯ ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান D-8 এর নবম সদস্য হিসেবে যোগ দেয়। এটি সংস্থার প্রথম সম্প্রসারণ।

3. সদস্য দেশগুলোর বৈশিষ্ট্য
- D-8 সদস্য দেশগুলো বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৬০% প্রতিনিধিত্ব করে।
- সদস্য দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.২ বিলিয়ন।
- সম্মিলিত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৫%।
- মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই।
- এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো: মালদ্বীপ, এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ ফিজি, এটি মেলোনেশিয়ার দেশ। ফিজির রাজধানী সুভা। মেলোনেশিয়ান দেশসমূহ : সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি,। ২৬ জানুয়ারি, ১৯৭২ সালে ফিজি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫

উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ৭ জুন ২০২৪ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FA0) বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদনের শিরোনাম: The State of World Fisheries and Aquaculture 2024
- প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে -
- সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ ১৪ তম, চিংড়ি উৎপাদনে ৮ম ও ইলিশ উৎপাদনে প্রথম।
- মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান - দ্বিতীয় ।
- বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান ২য়।
- বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় (প্রথম- চীন)।
সুপার কম্পিউটার কী?
- সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির, শক্তিশালী ও ব্যয়বহুল কম্পিউটার।
- এতে একাধিক প্রসেসর একসাথে কাজ করে, যার ফলে প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাব সম্পন্ন করতে পারে।

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার
- বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার হলো "এল ক্যাপিটান" (El Capitan)।
- এটি তৈরি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (HPE)।
- ২০২৪ সালের নভেম্বর মাসে এটি চালু করা হয়।
- স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে।
- এই প্রকল্পে খরচ হয়েছে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আফ্রিকা মহাদেশে দ্বীপ দেশগুলি সহ সর্বাধিক স্বাধীন দেশ রয়েছে।
- আফ্রিকার 53টি দেশ রয়েছে যার পরে এশিয়া রয়েছে 48টি, ইউরোপের 44টি, উত্তর আমেরিকায় 23টি দেশ রয়েছে, ওশেনিয়ায় 14টি দেশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকায় 12টি দেশ রয়েছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0