৩ বছর পূর্বে - স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর = ৮১ বছর ∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর = ৯০ বছর
আবার, ৫ বছর পূর্বে - স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর = ৪০ বছর ∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর = ৫০ বছর
- বাংলাদেশ মিলিটারি একাডেমি (Bangladesh Military Academy) বাংলাদেশের চট্টগ্রাম জেলার ভাটিয়ারীতে অবস্থিত। - এটি চট্টগ্রাম শহরের কাছাকাছি, সীতাকুণ্ড পাহাড়ি এলাকা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। - এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার-ক্যাডেটদের প্রশিক্ষণের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। - প্রথমে একাডেমিটি কুমিল্লা সেনানিবাসে স্থাপিত হলেও ১৯৭৬ সালে বর্তমান ভাটিয়ারি অঞ্চলে স্থানান্তরিত হয়।
- বাংলাদেশ মিলিটারি একাডেমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধিভুক্ত এবং এখানে প্রশিক্ষণার্থীরা তিন বছরের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। - একাডেমির আদর্শ শ্লোগান "চির উন্নত মোমো শির" — জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি প্রচ্ছন্ন কবিতার শ্লোগান।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
সংবিধান প্রণয়ন কালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা হয় এবং বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ-৯৬ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়েছে।
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর ৭ জুন পালিত হয়। এই দিবসটি খাদ্য নিরাপত্তা এবং সবাইকে পুষ্টিকর খাবার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সারা বিশ্বকে সচেতন করতে প্রতিষ্ঠিত হয়েছে।
- বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস (World Food Safety Day) প্রথমবারের মতো ২০১৯ সালে পালন করা হয়, এবং এটি প্রতি বছর ৭ জুন অনুষ্ঠিত হয়। - এ দিবসের মাধ্যমে মানুষের খাদ্যে নিরাপত্তা বজায় রাখা এবং খাদ্যের মাধ্যমে সৃষ্ট রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করা হয়। - খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা মানে খাদ্যে কোনও ধরনের দূষণ বা ক্ষতিকর উপাদান থাকবে না, যা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। - খাদ্য নিরাপত্তার মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন ও টিকিয়ে রাখার পাশাপাশি খাদ্যের অপচয় কমানো সম্ভব হয়।
সুতরাং, এই দিবসটি খাদ্য নিরাপত্তার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যে পালিত হয়। প্রশ্নের অন্যান্য অপশনসমূহ সঠিক নয়, কারণ ৭ জুন নির্ধারিত দিনটি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে কার্যত প্রতিষ্ঠিত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে। - Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি। - প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।
এর উদ্দেশ্যঃ
- দক্ষিন পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা। - আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। এছাড়াও সদস্যদেশগুলোর অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনের চেষ্টা। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সর্বশেষ সদস্য: আইভরি কোস্ট।)
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি। - সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়: ১৫ আগস্ট ২০১২ সালে।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
উল্লেখ্য, - মুসলমান প্রধান না হয়েও OIC সদস্য দেশ: বেনিন, মোজাম্বিক, গায়ানা ,সুরিনাম, গ্যাবন, ও টোগো।
- D-8 (Developing Eight) একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যা উন্নয়নশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত।
1. প্রতিষ্ঠা ও উদ্দেশ্য - প্রতিষ্ঠা: D-8 প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে। - D-8 এর সচিবালয় অবস্থিত ইস্তাম্বুল, তুরস্কে। - উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। - প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক। - প্রতিষ্ঠার উদ্যোগ: তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নেজমেত্তিন এরবাকান।
2. সদস্য দেশসমূহ D-8 এর মূল আটটি সদস্য দেশ: - বাংলাদেশ - মিশর - ইন্দোনেশিয়া - ইরান - মালয়েশিয়া - নাইজেরিয়া - পাকিস্তান - তুরস্ক
• নতুন সদস্য: ১৯ ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান D-8 এর নবম সদস্য হিসেবে যোগ দেয়। এটি সংস্থার প্রথম সম্প্রসারণ।
3. সদস্য দেশগুলোর বৈশিষ্ট্য - D-8 সদস্য দেশগুলো বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৬০% প্রতিনিধিত্ব করে। - সদস্য দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.২ বিলিয়ন। - সম্মিলিত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৫%।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ ফিজি, এটি মেলোনেশিয়ার দেশ। ফিজির রাজধানী সুভা। মেলোনেশিয়ান দেশসমূহ : সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি,। ২৬ জানুয়ারি, ১৯৭২ সালে ফিজি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান) ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব) মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬ ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ৭ জুন ২০২৪ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FA0) বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে। - প্রতিবেদনের শিরোনাম: The State of World Fisheries and Aquaculture 2024 - প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে - - সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ ১৪ তম, চিংড়ি উৎপাদনে ৮ম ও ইলিশ উৎপাদনে প্রথম। - মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান - দ্বিতীয় । - বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান ২য়। - বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় (প্রথম- চীন)।
সুপার কম্পিউটার কী? - সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির, শক্তিশালী ও ব্যয়বহুল কম্পিউটার। - এতে একাধিক প্রসেসর একসাথে কাজ করে, যার ফলে প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাব সম্পন্ন করতে পারে।
বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার - বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার হলো "এল ক্যাপিটান" (El Capitan)। - এটি তৈরি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (HPE)। - ২০২৪ সালের নভেম্বর মাসে এটি চালু করা হয়। - স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে। - এই প্রকল্পে খরচ হয়েছে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- আফ্রিকা মহাদেশে দ্বীপ দেশগুলি সহ সর্বাধিক স্বাধীন দেশ রয়েছে। - আফ্রিকার 53টি দেশ রয়েছে যার পরে এশিয়া রয়েছে 48টি, ইউরোপের 44টি, উত্তর আমেরিকায় 23টি দেশ রয়েছে, ওশেনিয়ায় 14টি দেশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকায় 12টি দেশ রয়েছে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।