Solution
Correct Answer: Option D
- পিথাগোরোস ছিলেন একজন গ্রিক দার্শনিক ও গণিতবিদ।
- তিনি অধিবিদ্যা, নীতিশাস্ত্র, সংগীত, ধর্ম রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহী ছিলেন।
- তিনি বস্তুজগৎ ও সংগীতে সংখ্যার গুরুত্ব ও কার্যকারিতা বিষয়ক তত্ত্বের জনক।
- গণিতে পিথাগোরাসের উপপাদ্য হলো ইডক্লিডীয় জ্যামিতির অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি সম্পর্ক। এই উপপাদ্যটি তার নামানুসারে করা হয়েছে।