'তোমাকে যেতেই হবে।' এই বাক্যে 'যেতে' শব্দের সঙ্গে যুক্ত ই-এর ব্যাকরণিক পরিচয় কী?

A যোজক

B বলক

C বিভক্তি

D নির্দেশক

Solution

Correct Answer: Option B

• বাক্যটি হলো: তোমাকে যেতেই হবে।
- বাক্যে "যেতে" ক্রিয়ার সঙ্গে "ই" যুক্ত হয়ে "যেতেই" হয়েছে।

- এই "ই" হলো একটি বলক (বা নিযুক্তি বলক), যা ক্রিয়ার ওপর জোর বা অনিবার্যতাকে বোঝায়।
যেমন:
- "তুমি খেতেই পারো না।"
- "সেটা করতেই হবে।"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions