বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি?
Solution
Correct Answer: Option D
• বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয়: 'চিলেকোঠার সেপাই'।
- উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) ।
- উপন্যাসের নায়ক ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে । সে এতটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় করাই ছিল যেন তার নিয়তি ।
অন্যদিকে,
• 'আরেক ফাল্গুন' জহির রায়হানের লেখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস।
• 'কবর' নাটকটির পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
• ‘আর্তনাদ’ (১৯৮৫) শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।