Solution
Correct Answer: Option C
- পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান।
তাঁর রচিত কাব্য:
- 'রাখালী' (১৯২৭),
- 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯),
- 'বালুচর' (১৯৩০),
- 'ধানখেত' (১৯৩৩),
- 'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪),
- 'রূপবতী' (১৯৪৬),
- 'এক পয়সার বাঁশি' (১৯৫৬),
- 'মাটির কান্না' (১৯৫৮),
- 'সকিনা' (১৯৫৯),
- 'মা যে জননী কান্দে' (১৯৬৩)।
নাটক:
- 'পদ্মাপাড়' (১৯৫০),
- 'বেদের মেয়ে' (১৯৫১),
- 'মধুমালা' (১৯৫১);
ভ্রমণকাহিনী:
- 'চলে মুসাফির' (১৯৫২),
- 'হলদে পরীর দেশ' (১৯৬৭),
- 'যে দেশে মানুষ বড়' (১৯৬৮)।
উপন্যাস:
- 'বোবাকাহিনী' (১৯৬৪)
শিশুতোষ গ্রন্থ:
- 'হাসু' (১৯৩৮),
- 'এক পয়সার বাঁশী' (১৯৪৯),
- 'ডালিমকুমার' (১৯৫১)।
আত্মজীবনী:
- 'জীবনকথা' (১৯৬৪)
স্মৃতিকথা:
- 'যাদের দেখেছি',
- 'ঠাকুর বাড়ির আঙিনায়';
গানের সংকলন:
- 'রঙিলা নায়ের মাঝি'।