Which organization formulated the 'Green Deal' policy?
Solution
Correct Answer: Option B
ইউরোপীয় ইউনিয়ন (European Union) হলো Green Deal নীতিমালা প্রণয়নের মূল সংস্থা। এটি একটি ব্যাপক পরিবেশগত ও অর্থনৈতিক উদ্যোগ যা পরিবেশের সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। Green Deal মূলত জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে জলবায়ু নিরপেক্ষ (climate neutral) ইউরোপ গড়ার জন্য বিভিন্ন ক্ষেত্রের নীতি ও কর্মসূচি গ্রহণ করে।
- Green Deal নীতিমালাটি ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালে ঘোষিত একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা।
- এর উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে ইউরোপকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত ও টেকসই অর্থনীতির দিকে নিয়ে যাওয়া।
- এই নীতিমালার অধীনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, কার্বন নির্গমন কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়।
- United Nations, NATO, কিংবা World Bank এই নীতিমালা গঠন করেনি, যদিও তারা পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অন্যান্য প্রকল্প ও নীতি গ্রহণ করে থাকে।
সুতরাং, Green Deal হলো European Union এর একটি নিজস্ব ও বৈশ্বিক পরিবেশগত সমস্যার বিরুদ্ধে সংগ্রামমূলক উদ্যোগ।