Which US military base in Qatar did Iran attack during the recent Iran-Israel conflict?

A Al Udeid Air Base

B Al Asad Air Base

C Al Dhafra Air Base

D Al Muhafaza Air Base

Solution

Correct Answer: Option A

- ২০২৫ সালের জুন মাসে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব চলাকালে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, আল উদেইদ এয়ার বেজে (Al Udeid Air Base) ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
- এই আক্রমণটি ছিল যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা পদক্ষেপ।
- ইরানিভাবে প্রকাশিত বার্তা ও আন্তর্জাতিক সংবাদসত্বা অনুসারে, আল উদেইদ ঘাঁটিতেই ছিল মূল টার্গেট, কারণ এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) ফরোয়ার্ড হেডকোয়ার্টার এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি।
- আক্রমণের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হয় এবং ঘাঁটিতে উল্লেখযোগ্য কোনো প্রাণহানি হয়নি, তবে কিছু স্থাপনায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্রঃ বিবিসি, সিএনএন, আল-জাজিরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions