- "বল" শব্দে দ্বিওষ্ঠ্য ধ্বনি রয়েছে।
- যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময়ে নিচের ঠোঁট কোনও উচ্চারণস্থান স্পর্শ করে সেসব ব্যঞ্জনধ্বনি ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়।
- এগুলো
দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
- বাংলা ভাষার "প", "ফ", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়।
- যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে বিশুদ্ধ ওষ্ঠ্য বলা হয়। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে নিচের ঠোঁট ওপরের দাঁত স্পর্শ করে সেগুলোকে দন্তৌষ্ঠ্য বলা হয়।
অন্যদিকে,
- ’ঘাস’ শব্দে কণ্ঠ্য ব্যঞ্জন রয়েছে।
- ’জাল’ শব্দে তালব্য ব্যঞ্জন রয়েছে।
- ’তাল’ শব্দে দন্ত্য ব্যঞ্জন রয়েছে।