Solution
Correct Answer: Option B
• ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক ও কৃষক নেতা।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন ।
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ
- অনল প্রবাহ (১৯০০), (এ কাব্যটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল)
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪)।
• তাঁর রচিত উপন্যাস:
- তারাবাঈ,
- ফিরোজা বেগম,
- রায়নন্দিনী,
- নূরুদ্দীন।
• তাঁর রচিত প্রবন্ধ:
- তুর্কি নারী জীবন,
- স্বজাতি প্রেম,
- স্পেনীয় মুসলান সভ্যতা।
• ভ্রমণ কাহিনী:
- তুরস্ক ভ্রমণ।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস।