What is the function of the BIOS in a computer?

A Connects to the internet

B Manages software updates

C Initializes hardware during booting

D Handles graphic rendering

Solution

Correct Answer: Option C

BIOS (Basic Input Output System) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যা মাদারবোর্ডের একটি চিপে সংরক্ষিত থাকে। এর প্রধান কাজ হলো কম্পিউটার চালু (boot) করার সময় হার্ডওয়্যারগুলো ঠিকভাবে কাজ করার জন্য প্রস্তুত করা।

- BIOS কম্পিউটার চালু হওয়ার পর প্রথম কাজ হিসাবে হার্ডওয়্যার ডিভাইস যেমন প্রসেসর, মেমোরি, হার্ডড্রাইভ ইত্যাদি পরীক্ষা ও ইনিশিয়ালাইজ করে।
- এটি হার্ডওয়্যারগুলোকে একটি নির্দিষ্ট অর্ডারে সংযোগ করে এবং তাদের চালু রাখে যাতে অপারেটিং সিস্টেম লোড হতে পারে।
- BIOS ছাড়া কম্পিউটার সরাসরি কাজ শুরু করতে পারে না কারণ হার্ডওয়্যারগুলোর প্রস্তুতি ছাড়া সফটওয়্যার কাজ করতে পারে না।

অন্য অপশনগুলো যেমন ইন্টারনেটে সংযোগ দেওয়া, সফটওয়্যার আপডেট ম্যানেজ করা অথবা গ্রাফিক রেন্ডারিং করা, এগুলো BIOS-এর কাজ নয়। সুতরাং, BIOS-এর মূল কাজ হলো কম্পিউটার চালু করার সময় হার্ডওয়্যার ইনিশিয়ালাইজেশন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions