বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি?
Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস 'দীপনির্বাণ' (১৮৭৬)। এটি জাতীয়তাবাদী চেতনায় রচিত ।
তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- দেবকৌতুক,
- কনে বদল,
- রাজকন্যা,
- নিবেদিতা,
- যুগান্তর,
- দিব্যকমল ইত্যাদি।