জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-
Solution
Correct Answer: Option D
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩।
প্রকাশক : জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।
জনসংখ্যা (২০২৩): ৮০৪.৫০ কোটি।
নারী প্রতি প্রজনন : ২.৩ জন।
গড় আয়ু > পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ : নাইজার; ৬.৭ জন।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।
শীর্ষ ৫ জনবহুল দেশঃ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান
সার্কাভুক্ত দেশগুলোর অবস্থানঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল।