'দ্রবণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
Solution
Correct Answer: Option B
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আবূ হয়। যেমন:
- দ্রো+অন (ও+অ = অব্+অ) = দ্রবণ;
- পো+অন = পবন;
- লো+অন = লবণ।