Solution
Correct Answer: Option C
লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য যা গাধাকাহিনী, গান, ছড়া, প্রবাদ / প্রবচন, ডাক, খনার বচন ইত্যাদির সামষ্টিক রূপ। খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। খনার বচন ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হলেও মধ্যযুগের শুরুতে এগুলো সমৃদ্ধি লাভ করে। বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল, তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল। এগুলোর মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিধ ধারণা পাওয়া যায়; যার ফলে জীবনযাপন শুদ্ধ ও সমৃদ্ধ হয়ে ওঠে। খনার বচনের উদাহরণ:
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।
- একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি।