নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে?

A বিপণি

B নিক্কন

C প্রবণ

D কল্যাণ

Solution

Correct Answer: Option C

ণ-ত্ব বিধি অনুসারে, ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। যেমন: প্রবণ, কৃপণ, হরিণ, গৃহিণী, ব্রাহ্মণ ইত্যাদি। অপরদিকে, নিক্বণ, বিপণি, কল্যাণ প্রভৃতি শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions