Solution
Correct Answer: Option A
৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক
উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ
অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়। এ
তালিকায় ৪৮ নম্বরে ৭মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স
(সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে
Worlds Documentary Heritage এর অংশ হিসেবে
Memory of the world Register অন্তর্ভুক্ত করে। ১৯৯৭
সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ
Memory of the register এ অন্তর্ভুক্ত করা
হয়েছে। ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের
ভাষণই একমাত্র অলিখিত ভাষণ। উল্লেখ্য, ১৯৯২ সালে UNESCO
Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।