Solution
Correct Answer: Option C
- তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট (Bit) এবং ১ বাইট (Byte)= ৮ বিট।
- কম্পিউটারের মেমোরি বা স্মৃতি পরিমাপের এককগুলো সাধারণত ১০২৪ গুণিতকে বৃদ্ধি পায়।
- ১০২৪ বাইট (Bytes) = ১ কিলোবাইট বা KB (Kilobyte)।
- ১০২৪ কিলোবাইট (Kilobytes) = ১ মেগাবাইট বা MB (Megabyte)।
- ১০২৪ মেগাবাইট (Megabytes) = ১ গিগাবাইট বা GB (Gigabyte)।
- ১০২৪ গিগাবাইট (Gigabytes) = ১ টেরাবাইট বা TB (Terabyte)।
- ১০২৪ টেরাবাইট (Terabytes) = ১ পেটাবাইট বা PB (Petabyte)।