ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

A পর্তুগিজরা

B ইংরেজরা

C ওলন্দাজরা

D ফরাসিরা

Solution

Correct Answer: Option A

পর্তুগিজরা ১৪৯৮ সালে প্রথম উপমহাদেশে বাণিজ্য করতে আসে। আর ১৫১৬ সালে আসে বাংলায়। এরা প্রথম ‘পিপলি’ নামক স্থানে বাণিজ্য কুঠির নির্মাণ করেন। পর্তুগিজ উপনিবেশগুলোর প্রথম গভর্নর ছিলেন আল বুকার্ক। ইউরোপীয় বণিকদের আগমন.

- পর্তুগিজ
- ভারতে আগমন: ১৪৯৮
- বাংলায় আগমন: ১৫১৬

- ওলন্দাজ
- ভারতে আগমন: ১৬০২
- বাংলায় আগমন: ১৬৩০

- ইংরেজ
- ভারতে আগমন: ১৬০৮
- বাংলায় আগমন: ১৬৫৮

- দিনেমার
- ভারতে আগমন: ১৬২০
- বাংলায় আগমন: ১৬২৫

- ফরাসি
- ভারতে আগমন: ১৬৬৭
- বাংলায় আগমন: ১৬৭৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions