বিটিসিএল (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) - ০৮.০৪.২০২২ (35 টি প্রশ্ন )
গুরুত্তপুর্ণ ১০টি ইমেজ ফাইল এক্সট্রেনশনঃ
JPEG (or JPG) - Joint Photographic Experts Group
PNG - Portable Network Graphics
GIF - Graphics Interchange Format
TIFF - Tagged Image File
PSD - Photoshop Document
PDF - Portable Document Format
EPS - Encapsulated Postscript
AI - Adobe Illustrator Document
INDD - Adobe Indesign Document
RAW - Raw Image Formats
-Bluetooth ডেটা Transfer এর জন্য ব্যবহৃত একটি ওপেন তারবিহীন প্রটোকল। এটি সাধারণত ১০-১০০ মিটারে কাজ সম্পন্ন করতে পারে।
-ডেনমার্কের রাজা Harold Bluetooth এর নামনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়।
-১৯৯৪ সালে টেলিকম ভেন্ডর এরিকসন Bluetooth উদ্ভাবন করেন।
-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15।
-এটি Radio Wave ডেটা ট্রান্সফার করে থাকে। সাধারণত Bandwidth হচ্ছে 1Mbps.

-বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত ।

-বায়োস মূলত একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। এটি মূলত একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে।

-কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই রম থেকে এই সফটওয়্যারটি চালু হয়ে যায়। এবং কম্পিউটার কম্পোনেন্ট লিস্ট তৈরী এবং সাধারন চেকিং গুলো করে থাকে।

-বায়োস কম্পিউটারের বিভিন্ন সমস্যা ডিসপ্লে এবং সিস্টেম স্পিকারের মাধ্যমে জানিয়ে দিবে। যেমন- কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম না পেলে Boot Failure মেসেজ দিবে। বা র‌্যাম না থাকলেও স্পিকারের মাধ্যমে বিপ দিবে।
» ‘ইঁদুর কপালে' বাগধারার অর্থ নিতান্ত মন্দ ভাগ্য।
» ‘একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়; যা পরস্পর বিপরীত অর্থ বহন করে।
» কেউকেটা- সামান্য, গণ্যমান্য ব্যক্তি (নেতিবাচক অর্থে);
» অদৃষ্টের পরিহাস- ভাগ্যের বিড়ম্বনা।
• অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম' (১৯৫৬)।
• এটি ১৯৪৫ সালে প্রথমে ‘মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।
• কয়েকটি অধ্যায় মুদ্রিত হওয়ার পর এ গ্রন্থের পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরে বন্ধুবান্ধব ও পাঠকদের আগ্রহের কারণে পুনরায় কাহিনীটি লেখেন।
• লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে এটি ৪ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশ পায়।
• ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র, শ্রমজীবী ‘মালো’ সম্প্রদায়ের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, শ্রম-বিশ্রাম, সংকীর্ণতা ও ঔদার্যকে লেখক এ উপন্যাসে শিল্পরূপ দিয়েছেন।
• এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রক্তমাংসময় কোনো ব্যক্তি নয়, তিতাস নদী। কিশোর, কিশোরের স্ত্রী, সুবল, বাসন্তী প্রভৃতি চরিত্রগুলো তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত।
• ১৯৬৩ সালে উৎপল দত্ত উপন্যাসটির নাট্যরূপ দেন।
• ঋত্বিক ঘটক ১৯৭৩ সালে এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন।

তার অন্যন্যা রচিত উপন্যাসঃ
- সাদা হাওয়া,
- রাঙ্গামাটি,
- জীবনতৃষা ইত্যাদি।

- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।

- সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

- সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন: অতঃপর তাহারা চলিয়া গেল (সাধু)। তারপর তারা চলে গেল (চলিত)।

National Oceanic and Atmospheric Administration (NOAA) এর তথ্যমতে, পৃথিবীর গড় তাপমাত্রা ১৯.৯ সেলসিয়াস। আর NASA এর তথ্যেমতে, পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা ১৫০ সেলসিয়াস। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সুপার ফুড হলো এমন এক ধরণের খাদ্য, যাতে উদ্ভিদজাত পুষ্টি উপাধান বেশী পরিমাণে থাকে যা আমাদের দেহের জন্য খুব উপকারী । এতে অন্টিঅক্সিজেন , অন্থোসায়ানিন , ভিটামিন সি , বিভিন্ন মিনারেল, ডায়োটারি ফাইবার থাকে বলে দেহের ক্ষয়পূরণ , পুষ্টিসাধন ও রোগ প্রতিরোধসহ নানা উপকরার করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
সুপার ফুল হলঃ দুধ, ডিম, পাকা কলা, টমেটো, লাল আঙ্গুর(বিচি ছাড়া), রক মেলন, সুইট টমেটো, পাকা ল্যাংড়া আম, ইলিশ মাছ ইত্যাদি। 

অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে। ফলে পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধাপ্রাপ্ত হয়। এই অবস্থাকে সূর্য গ্রহণ বলে।

আমাজন বন আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত। আমাজন বন ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকী অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেন্স গায়ানাতে অবস্থিত। এ বনের আয়তন ৭০ লাখ বর্গকিলোমিটার। পৃথিবীর ২০ভাগ অক্সিজেন আসে এই বন থেকে তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়।
পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রীফ। এটি অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে অবস্থিত। ১৯৮১ সালে এটি ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়।
শতাব্দীর সেরা ক্রীড়াবিদ ক্যাসিয়াস ক্লে ১৭ জানুয়ারি, ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন মোহাম্মদ আলী। তিনি মুষ্টিযুদ্ধের (বক্সিং) একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি মাত্র ২২ বছর বয়সে ১৯৬৪ সালে প্রথমবার মুষ্টিযুদ্ধে (বক্সিং) বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন। তিনি সর্বোচ্চ তিনবার মুষ্টিযুদ্ধে (বক্সিং) বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয় করে। তিনি ৩ জুন ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়। খালটি খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস। ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway of india বলা হয়। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে।
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে কার্যকর হয়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে রাঙামাটি ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৩২০ কি.মি। কর্ণফুলীর প্রধান উপনদী কাপ্তাই, হালদা, কাসালাং রাঙখিয়াং। সাঙ্গু, নাফ ও মাতামুহুরী মায়ানমার-বাংলাদেশের অভিন্ন নদী। সাঙ্গু ও নাফ আরাকান পর্বত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর মাতামুহুরী মিয়ানমার সীমান্তবর্তী লামার মইভার পর্বত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে।
১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 
- ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র জনসভায় আকস্মিকভাবে উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- এ সভায় বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
- ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন।
- সেদিনই সভা থেকে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের চার নেতা নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার শপথ গ্রহণ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলি- সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।
শূন্যস্থানে দুটিতে through এবং will be বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে ।বাক্যটির অর্থ ঃ আসন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা দক্ষ প্রকৌশলী খুঁজে পেতে সক্ষম হবে ।
শূন্যস্থানে preposition হিসেবে regarding বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে ,কারণ noun এর পূর্বে সাধারণত preposition বসে। বাক্যটির অর্থ ঃ নতুন আইসিটি নীতি সম্পর্ক তার প্রস্তাব অধিক মানানসই ।
শূন্যস্থানে দুটিতে few এবং most বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। বাক্যটির অর্থ -যেহেতু খুব কম সংখ্যক ছাত্র -ছাত্রী এই উচ্চ টিউশন ফি প্রদান করতে পারবে ,সুতরাং অধিকাংশেরই স্কলারশিপের প্রয়োজন হবে।
কোন বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ by the +time দ্বারা দুটি clause যুক্ত করা হলে প্রথম অংশে present indefinite tense এবং অপর অংশে future indefinite /perfect tense বসে ।বাক্যটির অর্থ -আমরা আশা করছি যে ,এই মাসের শেষেই টাওয়ারের রক্ষণাবেক্ষণ খরচ বরাদ্দ করা হবে ।
শূন্যস্থানে would not take বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে ,কারণ অতীতের ঘটনা নির্দেশ করায় would not take বসেব ।বাক্যটির অর্থ -বিগ সপ কোম্পানি লিমিটেড কৃষি পণ্য সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করেছিল ,কিন্তু যত দূর মনে হয় কোম্পানিটি কৃষি মন্ত্রণালয় থেকে কোন অনুমতি পত্রই নেয়নি ।
Feasible (বিশ্বাসযোগ্য /সম্ভাব্য ) এর antonym হচ্ছে unattainable (অসাধ্য /অসম্ভব )
Honest (সৎ /সরল ) এর synonym হল candid .
kind =দয়ালু
ample =প্রচুর
magnificent =জাঁকজমকপূর্ণ
শূন্যস্থানে determiner হিসেবে many বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।কারণ noun এর পূর্বে deteminers বসে । There are many opportunities to learn from this excellent project -এই চমৎকার প্রজেক্ট থেকে শেখার অনেক সুযোগ আছে।
কোন কাজ দীর্ঘদিন যাবৎ চলছে বোঝাতে present perfect continuous tense এ ব্যবহৃত হয় । Shariful has been working overtime for the last two weeks -শরিফুল গত দুই সপ্তাহ যাবৎ অতিরিক্ত কাজ করছে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সাধারণত as well as,along with ,accompanied by ইত্যাদি conjunction দ্বারা দুটি subject যুক্ত হলে প্রথম subject অনুযায়ী verb বসে। যেহেতু শূন্যস্থানের পরের verb টি past participle form এ রয়েছে ।সুতরাং বাক্যটি present perfect tense এর নিয়মে গঠিত হবে ।এক্ষেত্রে শূন্যস্থানে has বসালে বাক্যটি শুদ্ধ হবে ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0